"ভাই আপনাদের যার যার বাসায় পানির অভাব তারা অতি সত্বর আমার সহিত যোগাযোগ করেন। আমি এমন এক বাড়ির সন্ধান পাইয়াছি যারা পানির কারনে ডুবে মরতে বসেছে। এবং এই অবস্হা থেকে উদ্ধার পাবার জন্য তারা প্রত্যাহ সকালে এবং বিকালে একবার করে ছাদের ট্যাঙ্কি হতে পানি ফেলছে। তাদের উদ্ধার করার জন্য আপনাদের সহায়তা অতি জরুরি।"...............

মানুষ যে কি রকম কেয়ারলেস হতে পারে তা আপনারা দেখতে পারবেন আমাদের পাশের বাসার বাসিন্দাদের কাছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই বাসায় প্রতিদিন সকালে এবং বিকালে এক বার করে ট্যাঙ্কি উপচে পানি পরবে. কয়েকবার বলার পর তাদের উত্তর পানির বিল তো আমরা দিব আপনাদের এত মাথা ব্যাথা কেন?
মাঝে মধ্যে রাতের বেলায়ও পরে এই যেমন এখন পরছে................
বড়ই বিচিত্র আমরা ............তার চেয়েও বিচত্র আমাদের মানসিকতা.....