স্যার হচ্ছেন আমার অন্যতম প্রিয় একজন মানুষ কিন্তু মাঝে মধ্যে এমন এমন লেখা প্রকাশ করেন যা আমার মনটা খুবই খারাপ করে দেয়। গতকাল তিনি লিখেছেন সেনাপ্রধান মইন ইউ আহমেদের কথা প্রসঙ্গে....... সেনাপ্রধান কোনএক সভায় বলেছিলেন যে ৬৪ জেলাতেই ক্যাডেট স্কুল কলেজ গড়া হবে। এ প্রসঙ্গে স্যার বলেছেন যে এত খরচ করে গড়ে তোলা ক্যাডেট কলেজ থেকে আসলেই কি কোন লাভ হবে?
স্যার এর কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা যেই পাবলিক বিশ্বিবদ্যালয় নিয়ে এত গর্ব করেন তাদের থেকে আমরা কি পেয়েছি? বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা ছুটে যায় বিদেশে, প্রশ্ন করলে বলে এই দেশে কাজ করার কোন সুযোগ নেই। নেই কোন ভাল চাকরি। আরে ভাই আমেরিকার ও এক সময় কিছু ছিলনা তারা সব তৈরি করে নিয়েছে.............. যেই দেশ তার পেছনে লাখলাখ টাকা খরচ করল তখন তার কাছে সেই দেশেরই কোন দাম থাকে না.......
তো যাই হোক যা বলতে চেয়েছিলাম সেটা হল স্যার আপনার লেখায় সেনা বাহিনীর উপর আপনার সূক্ষ একটি ক্ষোভ প্রকাশ পেয়েছে জানিনা সেটা কিসের জন্য কিন্তু স্যার নাইন ইলেভেন এর পর সেনাবাহিনী যদি হস্তক্ষেপ না করত তা হলে আজকে দেশের কি অবস্হা হত তা আশা করি আপনি আমার চেয়ে ভাল বলতে পারবেন.......
আর যে ক্যাডেট কলেজ নিয়ে আপনার এত ভয় তারা কিন্তু কখনই স্যার রাস্তায় নেমে গাড়ি ভাংচুরে অংশ নেয় না যা আমাদের সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসাবে গন্য (!) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিত্তনৈমিত্তিক ব্যাপার.........
১. ০৫ ই মে, ২০০৮ রাত ১০:২৪ ০