কেমন আসেন সবাই?
আশা করি সবাই ভালো।
আমার একটা আইডিয়া এসেছে।তা আমি আজ আপনাদের
সবার সামনে তুলে ধরলাম।
ছবি প্রদশনীর মাধ্যমে আসুন আমরা সিডর আঞান্ত মানুষের পাশে দাড়াই। তাদের জন্য সাহায্য এর হাত বাড়াই।
মানুষ মানুষের জন্য.......
এটা আমাদের মনে রাখতে হবে।
অনেকে আসেন যারা ভালো ছবি তুলেন।তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা ছবি পোসট করবেন।
যাদের ছবি ভাল হবে ...তাদের ছবি নিয়ে একটা ছবি প্রদশনী করা হলে কেমন হয়?
আশা করি এটা সফল হলে খুব ভালো হবে।
বিঞীত ছবি হতে প্রাপ্ত টাকার পুরোটাই সিডর আঞান্ত মানুষের জন্য ব্যয় করা হবে।
তার জন্য চাই সবার সহযোগিতা এবং ভালোবাসা।
আপনাদের মতামত এর অপেক্ষায় রইলাম।
আমি আশা করি সবাই এই বিষয়টি নজর দিবেন।
ছবি প্রদশনীর মাধ্যমে আসুন আমরা সিডর আঞান্ত মানুষের পাশে দাড়াই। তাদের জন্য সাহায্য এর হাত বাড়াই।
মানুষ মানুষের জন্য.......
আমি....
সজল রায়হান।
এই পোস্টটি আগে একবার প্রকাশিত হয়েছিল কিন্তু তা অনেক রাতে প্রকাশিত হওয়ায় আপনার অনেকেই পোস্ট টি পরতে পারেন নি তাই পোস্ট টি আবার প্রকাশ কর হল।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১