প্রতীক্ষার প্রহর যেন আর কাটে না,
কবে আসবে তুমি......
বলেছিলে আমায়, মেঠো পথ ধরে
নিয়ে যাবে নদী দেখতে।
সেই নদী আজ শুকিয়ে ধুধু বালুচর!
প্রতীক্ষার প্রহর যেন আর কাটে না,
কবে আসবে তুমি.....
বলেছিলে আমায় জোৎস্নার কোন এক রাতে
জোনাকি দেখাবে।
সেই রাত এখন হয়েছে প্রভাত!
প্রতীক্ষার প্রহর যেন আর কাটে না,
কবে আসবে তুমি.....
বলেছিলে আমায় নিয়ে কোন এক প্রভাতে
শিশির ভেজা ঘাসে আমার মন ভেজাবে।
সেই প্রভাত এখন মেঘেলা দুপুর !
প্রতীক্ষার প্রহর যেন আর কাটে না,
কবে আসবে তুমি.....
বলেছিলে আমায়, পড়ন্ত এক বিকেলে
সূর্য্য অস্ত্য যাওয়া দেখাবে।
সেই বিকেল আজ সন্ধ্যা গড়িয়ে গহিন রাত !
প্রতীক্ষার প্রহর যেন আর কাটে না,
কবে আসবে তুমি?
বলেছিলে আমার হাতে হাত রেখে
কাটিয়ে দিবে জীবনের সকল সকাল, সন্ধ্যা এবং রাত।
সেই হাত আজও খালি পেতে তোমার পরশ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫