আমাকে এখন শিষ্টাচার শিক্ষা দেয়
শহরের বখাটে মস্তান,
আধুনিকতার পাঠ নিতে হয় প্রস্তরযুগের
সব মানুষের কাছে
মাতালের কাছে প্রত্যেহ শুনতে হয় সংযমের কথা
বধ্যভূমির জল্লাদের মানবিক মূল্যবোধ সততা শেখায়
জলদস্যূদের কাছে শুনতে হয় আমাকে
সৌন্দয্যের ব্যাখ্যা বিশ্লেষণ-
মানব প্রেমের শিক্ষা নিতে হয় শিশু হত্যাকারীদের কাছে।
কিন্তু আমার শেখার কথা নদী ও বৃক্ষের কাছে
ধৈর্য্য সহিষঞুতা,
বিবেক বিনয়, বিদ্যা আমাকে শেখাবে এই উদার আকাশ
জুই আর গোলাপের কাছে সৌহার্দ্যের মানবিক রীতি
অথচ এখন প্রতিদিন ঘাতকের কাছে
আমাকে শুনতে হয় মহত্তের কথা।
মূর্খ ইতরের কাছে নিতে হয় বিনয়ের পাঠ
দেশ প্রেমের শিক্ষা দেয় বিশ্বাসঘাতক বর্বরেরা
ক্ষমা আর উদরতা শিক্ষা দেয় হিংস্র
নখদাত বিশিষ্ট প্রাণীরা
স্নেহ ও প্রীতির গান গায় সব ধূর্ত কাক।
..........মহাদেব সাহা।
কবির এই কবিতার সাথে আমারও তাল মিলিয়ে বলতে ইচ্ছা হয়-
হাসিরা নীরবে কাঁদে
কান্নারা করে হাসি
অপরাধীরা ছারা পায়,
বিনা অপরাধীদের হয় ফাঁসি।
দিনে দিনে আলো আর আধাঁরের খেলায়
মিথ্যার মাঝে হয় সত্যের পরাজয়!