যার লাগিয়া ছাড়িলাম আমি ঘর,
সে আমায় করিল এখন পর।
যারে লয়ে বাঁধিবো ভেবেছিনু স্বপ্ন বাসর,
সে এখন করিছে অন্যের ঘর।
যারে লয়ে ভেবেছিনু কাটাইব সুখের বেলা,
সে এখন গড়িছে অন্যের লাগি ভেলা।
যারে লয়ে ভেবেছিনু দেখিবো জোৎস্নার আকাশ,
রেখে গেলো সে মোরে, অথৈই সাগরে -
দিয়ে ঝড়ের পূর্বাভাস।