সুখ তুমি পাবে খুঁজে--
শিশুর হাসির মাঝে, কিংবা প্রকতির নতুন সাঁজে।
শুভ্রতা তুমি পাবে খুঁজে--
কাঁশফুলের মাঝে কিংবা এক টুকরা সাদা মেঘের ফাঁকে।
চন্ঞলতাকে তুমি পাবে খুঁজে--
দূর পাহাড়ের বুকে, ঝর্ণার মাঝে।
পথের ঠিকানা তুমি পাবে খুঁজে--
দূর নীলিমায় কিংবা নদী যেথা মিলেছে তার মোহনায়।
সুরের মূর্ছনা তুমি পাবে খুঁজে--
বীঁণার তারের ঝংকারে, কিংবা পাখির কলকাকলিতে।
কিন্তু আমাকে তুমি পাবে না খুঁজে -
এথায়, হেথায় কিংবা অন্য কোথাও।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩০