আওয়ামী লীগ আজ যুদ্ধাপরাধীদের বিচার করতে সোচ্চার। স্যালুট আওয়ামীলীগ। বিচার ভালা পাই।
বাংলাদেশে জামাতই একমাত্র রাজনৈতিক দল, যারা গাড়ী পুড়িয়েছে। আর কোন রাজনৈতিক দল পোড়ায় নাই। আওয়ামী লীগ খুব বালা দল। তাদের দলের কোন এমপি মন্ত্রী দুর্নীতি করে নাই। তারা খুন খারাবি একটাও করে নাই। তারা সবাই ফেরেশতা। তাগো দোসর ইন্ডিয়া আমাগো চৌদ্দগুষ্টি দিয়া দিতাছে। জয় বাংলা, জয় ইন্ডিয়া ।
শয়তান লেবাসধারী জামাতীগো কথা কই।
যারা যুদ্ধাপরাধ করছে, সবগুলারে ফাসিতে লটকানো হউক। বাংলার মাটি থেকে জামাতীগো দশ-পনেরো লাখ কর্মীগো ফায়ার স্কোয়াডে নিয়া বিচার সমাধা করা হউক
এই বাংলার মাটিতে জামাত শিবিরের ঠাই নাই।
তারপর....
তারপর একদিন।
ঘুম ভেঙ্গে দেখলেন বাংলাদেশের মাটিতে একটাও যুদ্ধাপরাধী নাই।
দেশ কলঙ্কমুক্ত ! আহ !!
তারপর ?
দেশের বাদবাকী রাজনীতিবিদগণ বাংলাদেশকে কোন উন্নতির স্বর্গরাজ্যে নিয়ে যাবেন ?
এদেশের মাটি থেকে দুর্নীতি বন্ধ হবে ?
খুন খারাবী বন্ধ হবে ?
চুরি বন্ধ হবে ?
গ্যাস সংকট, পানি ও বিদ্যুৎ সংকট বন্ধ হবে ?
ইতিহাস বিকৃতি বন্ধ হবে ?
একতান্ত্রিক শাষন ব্যাবস্থা তৈরির পায়তারা বন্ধ হবে ?
সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ হবে ?
হরতাল বন্ধ হবে ?
মিথ্যাচার বন্ধ হবে ?
এই কাজগুলো কে সমাধা করতে পারবে ?
কোন সেই মহান রাজনৈতিক দল ?
থাকলে প্রতিশ্রুতি দ্যান।
আপনাদের সেই প্রতিশ্রুতি যে বিশ্বাস করবে- সে হয় পাগল না হয় নাবালক পোলাপাইন।
বিচার শুরু করার আগে একটি নীতি কথা :
আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
( আপনার সমর্থনে গুন্ডা বাহিনী নাই ? অইগুলারে আগে ডান্ডা মেরে অন্যেরে ঠান্ডা করেন।)
পরিশেষে :
পুরা ছাগু মার্কা পোস্ট। আওয়ামী চেতানা জাগো।