টপ অর্ডার ব্যাটসম্যানরা যতারীতি ব্যার্থতার ধারাবাহিকতায়। তামিম ব্যাথা পেয়েছেন। জুনায়িদ তার প্রতিভা (?) দেখাতে ষোলআনা ব্যার্থ। আশরাফুল জঘন্য খেলছেন। জঘন্য জঘন্য জঘন্য ! তাকে এখন স্কোয়াডে নেয়ার অর্থই খুঁজে পাচ্ছি না। মুশফিক কী করলেন ? কী দরকার ছিল স্ট্রোক খেলার ? শর্ট বল পিটালেই যদি আকাশে উঠে যায়, তাহলে বাসায় ফুটবল দিয়ে প্র্যাকটিস করেন না ক্যানো ?
সবশেষে সাকিব একা আর কী করবেন ? তিনিও দোস্তদের অনুসারী হলেন।
শীর্ষ ৫ ব্যাটসম্যান বিদায়ের পর এখন মনে হচ্ছে টাইগাররা আরেকটি লজ্জা উপহার দিতে যাচ্ছে আমাদের।
আজকের খেলায় বাংলাদেশ হারলে আপনি কি অবাক হবেন ?
এই পুরু সিরিজে জিম্বাবুয়েদের জেতার প্রতি যে মন-মানসিকতা দেখেছি, তার এক কানাকড়িও দেখিনি সাকিব আশরাফুলদের মধ্যে। জিম্বাবুয়ানরা প্রতিটি ম্যাচ খেলেছে জিতার জন্য আর টাইগাররা করেছে পিকনিক পার্টি। ব্যাটসম্যানদের বোধদয় হবে কবে ?
সময় এখন নতুন করে ভাবনার।