

এক লোক কলার দোকানে গিয়ে দোকানিকে বলছেন, এই যে ভাই, কলা কত করে?
- একটা কলা এক টাকা।
- ষাট পয়সায় দিবেন?
দোকানী রেগে গিয়ে বললেন, ষাট পয়সায় খোসা দিব।
- তাহলে চল্লিশ পয়সায় কলা পাবো, জলদি দেন।


ভদ্রলোক মাছ কিনতে গেছেন। বড় একটা মাছ দেখে বললেন, মাছ কত করে কেজি?
- একশত বিশ টাকা।
- পেট এত মোটা কেন? পেটে ডিম নেই তো?
- না স্যার, একটা ডিমও নেই। আমার মাছ না?
ভদ্রলোক মাছ কাটার জন্য বললেন। কিন্তু কাটার পরেই পেট থেকে ডিম বের হলো। মাছওয়ালা একটুও ভিমড়ি না খেয়ে মাছটা হাতে নিয়ে কান্না কান্না ভঙ্গিতে বলল, ছি! ছি! এ তুই কি করলি? আমার মান ইজ্জত সব ডুবালি? আমি জানি তুই সতি সাধ্বি। আর তুই কিনা... ছি! ছি!...
তারপর ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, অবুঝ মাছ স্যার... মা করা যায় না?


শিক : মানুষ পরিবর্তনশীল এটার প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র : আমি পারব স্যার?
শিক : বল।
ছাত্র : আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিত তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন, এখন তিনি দুলাভাই।