একটা প্রশ্ন - তোফায়েল সাহেবের কাছে
অনেক দিন ব্লগ লিখি না। আজকে না লিখে পারলাম না। আগে বলে নেই -আমি বিএনপির রাজনীতি সমর্থন করি না। আমি প্রথম আলোতে এই খবর টা দেখলাম:
খালেদার উদ্দেশে তোফায়েল
আল্লাহর আরশ কেঁপেছে, নইলে ছেলের মৃত্যু কেন?
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘বার্ন ইউনিটের ................।নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন? আমাদের মতো মানুষদের এসব কথা বলা উচিত নয়, তার পরও বলতে হলো।’................... খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনাকে উপলব্ধি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই অবস্থার সৃষ্টি করেছেন।
আচ্ছা মিঃ তোফায়েল - আমাকে একটু বলেনতো - আমার বন্ধুর ৪ বছরের ছেলেটা মারা গেল। আমার বন্ধুটা হজজ করা নামাজী। ওর এইটুক বাচচাটা কেন মারা গেন ৩ দিনের জ্বরে। অথবা আগুনে পুড়ে যারা মারা যাচ্ছেন - তাদের বাবা মা কি করেছেন? বা এটা বলেন - প্যালেষটাইনে এত বা্চচা মারা যাচ্ছে কেন? ওগুলাও কারো ছেলে। তাহলে সবার মা বাবাই আললাহর আরশ কাপাই দিছে? অথবা আফ্রিকাতে হাজারো বাচ্চা না খেয়ে, ইবোলাতে মারা যাচ্ছে? অথবা সমস্ত নবী রাসুল, আল্লাহার অলি মারা গেছেন - আপনার কি ধারনা তাদের মায়েরা আল্লার আরশ কাপায়ে দিয়েছেন? আমাকে বলেন - আল্লাহ কাদের উপলব্ধি করানোর জন্য এটা করেন? অথবা আপনি যখন মারা যাবেন - আপনার বাবা মা কি করে আললাহর আরশ কাপাবেন - একটু বইলেন। দয়া করে আমাকে বলেন। আর বলতে না পারলে - আপনার উচিত নিজের গালে নিজে থু থু দেয়া। আপনার মত ফালতু রাজনীতিবিদ জন্য আমাদের এই দেশের এই অবস্হা। ভাল কিছু বলতে পারলে বলেন না হলে চুপ করে থাকেন।
"It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt."
-Mark Twain
অনেক দিন ব্লগ লিখি না। আজকে না লিখে পারলাম না। আগে বলে নেই -আমি বিএনপির রাজনীতি সমর্থন করি না। আমি প্রথম আলোতে এই খবর টা দেখলাম:
খালেদার উদ্দেশে তোফায়েল
আল্লাহর আরশ কেঁপেছে, নইলে ছেলের মৃত্যু কেন?
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘বার্ন ইউনিটের ................।নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন? আমাদের মতো মানুষদের এসব কথা বলা উচিত নয়, তার পরও বলতে হলো।’................... খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনাকে উপলব্ধি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই অবস্থার সৃষ্টি করেছেন।
আচ্ছা মিঃ তোফায়েল - আমাকে একটু বলেনতো - আমার বন্ধুর ৪ বছরের ছেলেটা মারা গেল। আমার বন্ধুটা হজজ করা নামাজী। ওর এইটুক বাচচাটা কেন মারা গেন ৩ দিনের জ্বরে। অথবা আগুনে পুড়ে যারা মারা যাচ্ছেন - তাদের বাবা মা কি করেছেন? বা এটা বলেন - প্যালেষটাইনে এত বা্চচা মারা যাচ্ছে কেন? ওগুলাও কারো ছেলে। তাহলে সবার মা বাবাই আললাহর আরশ কাপাই দিছে? অথবা আফ্রিকাতে হাজারো বাচ্চা না খেয়ে, ইবোলাতে মারা যাচ্ছে? অথবা সমস্ত নবী রাসুল, আল্লাহার অলি মারা গেছেন - আপনার কি ধারনা তাদের মায়েরা আল্লার আরশ কাপায়ে দিয়েছেন? আমাকে বলেন - আল্লাহ কাদের উপলব্ধি করানোর জন্য এটা করেন? অথবা আপনি যখন মারা যাবেন - আপনার বাবা মা কি করে আললাহর আরশ কাপাবেন - একটু বইলেন। দয়া করে আমাকে বলেন। আর বলতে না পারলে - আপনার উচিত নিজের গালে নিজে থু থু দেয়া। আপনার মত ফালতু রাজনীতিবিদ জন্য আমাদের এই দেশের এই অবস্হা। ভাল কিছু বলতে পারলে বলেন না হলে চুপ করে থাকেন।
"It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt."
-Mark Twain