What is Ethnicity?
Nathan Glazer এবং Daniel Moynihan 1972 সালে Oxford Dictionary তে Ethnicity শব্দটি সর্ব প্রথম ব্যবহার করেন। ১৯৫৩ সালে আমেরিকান সমাজ বিজ্ঞানী David Rise man সর্ব প্রথম ইহার আচরন বিধি আরোপ করেন। এটি গ্রীক শব্দ Etnos থেকে এসেছে যার অর্থ Heathen অথবা pagon অর্থাৎ যে বেক্তি কোন ধর্মে বিশ্বাস করেনা বা কাফের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় Ethnicity কে ব্যবহার করা হত খ্রিষ্টান ধর্মের প্রভু Jews কে স্মরণ করে একটি ভদ্র/ভালো term হিসাবে। ১৯৬০ এর দশকে এসে Ethnicity এবং Ethnic Group শব্দ দুটি ইংরেজ বিদ্বেষী সামাজিক নৃবিজ্ঞানীদের নিজস্ব শব্দে পরিনত হয়। Erikson এর সব দৃষ্টিভঙ্গিই বিশ্বাস করে যে Ethnicity হল জনগনের প্রকারভেদ এবং তাদের দলের মধ্যকার সম্পর্ক।
প্রতিদিনের ব্যবহারিত ভাষায় Ethnicity হল সংখ্যালঘু ঘটনা এবং Race সম্পর্কিত বিষয়। কিন্তু সামাজিক নৃবিজ্ঞানে একে দুটি দলের মধ্যকার সম্পর্ককে বুঝান হয় যেখানে আমরা এবং তারা বলে দুটি দল থাকবে। এই আমরা এবং তারা এদের মধ্যকার প্রত্যেকের থাকবে স্বতন্ত্র সংস্কৃতির বৈশিষ্ট।ইহা সত্য যে Ethnicity নামক Discourse টি একটি Sub- national একক অথবা সংখ্যালঘু অথবা অন্যান্য অধিকাংশ এবং আধিপত্যশীল লোকজন সংখ্যালঘুদের চেয়ে কম নয়।
ইংরেজি ভাষার সাধারণ টার্ম গুলো হল Ethnic groups, Ethnicity, Ethnic conflict. এই শব্দ গুলো সাধারণত রাজনৈতিক অনুষ্ঠান এবং টিভির খবরে ও সমসাময়িক কথোপকথনে আলোচনা হয়ে থাকে। ইহা অনেকটা Nation এবং Nationalism এর মত। এর অর্থ গুলো অস্পষ্ট।
Ethnicity সামাজিক বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে সমান্তরালভাবে উন্নত হয়। ১৯৮০ এবং ১৯৯০ দশকে বিজ্ঞানীদের মধ্যে Ethnicity এবং Nationalism এর গবেষণা বৃদ্ধি পায়, বিশেষতঃ- রাষ্ট্র বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, এবং সামাজিক নৃবিজ্ঞানে। ইহা খুব সম্ভব globalization, Identity, Modernity’ র গবেষণার মধ্যে দিয়ে সমান্তরাল ভাবে বেরিয়ে আসে। এগুলোর Ethnicity এবং Nationalism এর সাথে সম্পর্ক রয়েছে ।
১৯৬০ দশকের পূর্বে সামাজিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞানে Ethnicity ছিল প্রধান ভাবনার বিষয় এবং ইহা গবেষণার কেন্দ্রীয় বিষয় হিসাবে আসে সহস্রাব্দের পর থেকে।
নৃবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী Ethnic সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই আলোচনার বিষয় হল Ethnic group এর সদস্যারা কিভাবে নিজেদের মধ্যে কথা বলে? অন্য দলের থেকে তাদের পার্থক্য কি? এবং কিভাবে এরা একটি নির্দিষ্ট বিষয় পরিচালনা করে প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং পরিবর্তিত হয়।সামাজিক নৃবিজ্ঞান এমন একটি তুলনামূলক বিষয় যেটি Ethnic বিষয়টির সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয় নিয়ে আলোচনা করে। এমনকি সমসাময়িক বিশ্বে Ethnicity এর সূক্ষ্ম পার্থক্য এবং জটিল ভিশন নিয়ে আলোচনা করে।