আজকের প্রথম আলোতে প্রথম পাতায় একটি খবর ছিলো "পাকিস্তানে শিক্ষার্থীদের বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে " শিরোনামে। লেখাটি পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা 'ডন' এর গতকালের একটি খবরের সূত্র ধরে প্রকাশিত।
ডন পত্রিকাটি বলেছে কিভাবে পাকিস্তানের শিক্ষার্থীদের বাংলাদেশের স্বাধীনতার বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। খবরটিতে জামাতিদের জন্য মজার কিছু কথা আছে। আমি সরাসরী প্র.আলোতে থেকে কোট করে দিয়ে দিচ্ছি।
ডন-এর নিবন্ধন অনুযায়ী বাংলাদেশ সৃষ্টি নিয়ে দশম ও একাদশ শ্রেণীর বইয়ে লেখা হয়েছে, ‘চূড়ান্তভাবে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল সামরিক সরকার। আর এই অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করতে এগিয়ে এল জামায়াতে ইসলামীর সশস্ত্র স্বেচ্ছাসেবকেরা। রাজনৈতিক বিরোধীদের সঙ্গে পুরোনো বিবাদের শোধ নিতে এই সুযোগ কাজে লাগাল তারা (জামায়াত)।’
এই কথাটি খোদ পাকিস্তানের স্কুলের বইতে লেখা আছে!! এখন জামাত কি বলবে এটাও বাকশালি ষড়যন্ত্র?

সময়ের অভাবে আমি ডনের ওয়েবসাইট থেকে লিংকটা বের করতে পারিনি। কেউ যদি অনুগ্রহ করে লিংকটা দেন খুব খুশি হব।
সংযুক্তি: 'ডন'র লিংক। কৃতজ্ঞতাঃ নাফিস ইফতেখার