অনেক দেরি করে হলেও আমার কিছু ছবি শেয়ার করছি। কেমন লাগল জানাবেন।

বৃষ্টি বালিকা। মিরপুর বেড়িবাঁধে
আলো-ছায়া
ব্রিজ (এই একটাই এডিট করা, ওরটন ইফেক্ট)
মুনশট এ্যাট ৮৪০এমএম
বোঝা
মৌমাছিগুলো দুষ্ট ছিল, অনেক শটের পর.. একটা শার্প
ধানক্ষেতে শালিক=ধানশালিক
কলার মোচা জীবনের নৌকো
রঙিন মাকড়সা
দুরের খেয়াযান
কোনটা ভালো লাগলে জানাবেন।