বিজয় দিনের ছড়া
হাকীম আল-মীযান
পরাধীন জাতি ছিলাম
আমরা অনেকদিন,
একাত্তরে যুদ্ধে জিতে
হলাম আবার স্বাধীন।
তাকো তে টে নাকো ধীন
নই ভিন্ন জাতির অধীন,
স্বাধীনতার আনন্দ পাই
বিজয় মাসের দিন।
তাক তে না ধীন, নাক তে না ধীন
ধীন তানা ধীন, ধীন তানা ধীন
আমরা স্বাধীন, আমরা স্বাধীন
মনের সুখে শিশু আঁকে
সবুজ শ্যামল দৃশ্য পটে
মেশায় রক্তের লাল ঋণ।
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন,
বিজয় দিনে বাজাও সবে
বাংলা মায়ের বীন
বাংলাদেশের বীন।
আজকে আমরা জিতেছিলাম
বিশ্বে প্রমান করেছিলাম,
বাঙালি জাতি হয়েছি; স্বাধীন
বিজয় মালা গলায় দিয়ে
পথ চলবার দিন।
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন।
লেখার তারিখ:
১১-১২-১৬ ইং, রাত ১১.০৭ মিনিট।
সামহোয়্যারে: ১৫ ডিসেম্বর ২০১৬ ইং।।