ওরে নীল দরিয়া আমায় দেরে ছায়ড়া,................................................
কাছের মানুষ দুরে থুইয়া .............. মরি আমি ধর পরাইয়া গো ..........
হ্যাঁ কেউ ধর পরাইয়া মরে তার জীবনসঙ্গীর জন্য আবার কেউ বা তার জন্ম ধাত্রী মায়ের জন্য ।তবে প্রানের মানুষের কথা ভেবে- ভেবে ভবলীলা সাঙ্গ হয়ে গেলেও কি মনটা পড়ে থাকে কিন্তু ।ওই মায়ের জন্যই ।মা সবার কাছেই প্রিয়।আর যার কাছে প্রিয় না সে আসলেই একটা ..........................
এবার মা দিবসের কথায় -সেই প্রাচীন গ্রীক আমলেও কিন্তু মা দিবস পালন হতো তবে একটু বলে রাখি ।এখন যে মহৎ উদ্দেশ্যে মা দবিস পালন করা হয় তখন কিন্তু সেই উদ্দেশ্যে পালন করা হত না।তখন মা দিবস টা আসলে পালন করা হত দেবতার তুষ্টির জন্য ।সময় বদেলছে দিন বদলের এই মহেন্দ্র সময়ে এসে দাঁড়িয়ে মায়ের প্রতি ভালবাসায় আজ মা দিবস পালনের জন্য আমরা ঝুকে পড়ছি।এ ভালবাসা আরো বাড়ুক।ভালবাসা এমন পর্যায়ে আসুক যাতে আর কোন মা অযত্ন আর অব হেলায় পড়ে থাকবে না।