নাম তার জমসেদ মিয়া ।প্রতিদিন সকালে সে চনাবুট খেয়ে সকালে গরু নিয়ে বের হয় খুব ভাল কথা । কোথায় জানেন? এইতো আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।এরা প্রতিদিন গরু চরায় কর্তাদের নাকের ডগায় কিণ্তু কর্তারা বড়ই নিরব ।
এবার আসি আরো কিছু কথায় ।
তরি নামের এক মহা গড়ি চলু করে কর্তারা মহাসেবা দিচেছ।
তারা প্রতিদিন ছাত্র পেটায়ে নাস্তা করে আর কর্তারা তখন আঙ্গুল চোসে কিছুই বলে না।
আমাদের চবিতে এক নম্বর গেট হতে এক মহাগাড়ী সেবা আছে যা চলে -চলেনা ,যায় যায় না। কিছু বলবেন তো মরবেন।এরা আবার এলাকার লোক কিছু বলবেনা কর্তারা-তাহলে এলাকার লোক তারে কিছু বলবেনা বলবেন শুধু আমাদের ।কর্তারা-এগুলো আর কতোদিন করবেন ?আপনারা বিশ্বায়নের এ যুগে আর লোকালিজম করবেন না প্লিজ। সে দিন পুরিয়ে গেছে। একটু চোখকান খোলা রাখুন। অনেক ভাল হবে।