সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
যখন চাঁদ আপনার ঠিক উপরে, তখন আপনার ওজন একটু কম হবে।
বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয় ।
বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয় ।
মানুষের চোয়াল এতোই শক্তিশালী যে এটি ২৭৯ কেজি ওজন বল প্রয়োগ করতে পারে৷ মানুষের জিহ্বাতে রয়েছে ৩ হাজারের বেশি স্বাদ কুড়ি ৷ সৃষ্টির সেরা জীব হিসাবে এই মানুষের অনুভূতি শক্তি এতই প্রবল যে কমপৰে সে দশ হাজার রকমের বিভিন্ন গন্ধ অনুভব করতে পারে৷ মানুষের হাঁচির শব্দের বেগ ঘন্টায় ১৬০ কিঃমিঃ৷ মানুষের শরীরে যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে ২২০০ দিয়াশলাই জ্বালানো যাবে৷ যে পরিমাণ বিদু্যত্ আছে তা দিয়ে ২৫৬ পাওয়ারের একটি বাল্বকে কমপৰে পাঁচ মিনিট জ্বালিয়ে রাখা যাবে৷ যে পরিমাণ কার্বণ আছে তা দিয়ে প্রায় ৯ হাজার পেন্সিলের সীস তৈরি করা যাবে৷
দিয়াশলাই এবং লাইটার আমরা ব্যাবহার করেছি। দিয়াশলাই দেখতে অতি সাধারণ, লাইটার অনেক আধুনিক মনে হয়। কিন্তু জানেন কি লাইটার দিয়াশলাইয়ের আগে আবিষ্কৃত হয়।
Windmills বা বায়ুকল আপনারা না দেখলেও নাম অবশ্যই শুনেছেন। আমাদের দেশের ফেনী জেলার সোনাগাজী তে আছে বায়ুকল। বায়ুকলে এর পাখাগুলো এন্টিক্লকে ঘুরে। অর্থাৎ ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরে। কিন্তু একমাত্র আয়ারল্যান্ডে এগুলো ঘড়ির কাটার দিকে ঘুরে। এখন কেন ঘুরে তা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের।
পানিতে পরিপূর্ণ একটি গ্লাসে যদি আপনি এক মুঠ লবন ঢেলে দেন তাহলে নরমালি পানি উপচে পরে না গিয়ে পানির স্ত আরও নিচে নেমে আসবে।
চোখ খুলে হাঁচি দেয়া যায় না। বিশ্বাস না হয় চেষ্টা করে দেখুন।
ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়।
ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে।
গিরগিটির জিহ্বার আকার তার শরীরের চেয়েও বড়।
সাপ হচ্ছে একমাত্র সত্যিকারের মাংসাশী প্রাণী। কারণ অন্য প্রাণীরা কিছু না কিছু উদ্ভিদ জাতীয় খাবার খেলেও সাপ কখনোই তা করে না।
প্রতি চার মিনিটে মায়েরা একবার তার সন্তানের কথা ভাবেন।
নীল তিমিই প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে। পরস্পর ভাববিনিময়ের সময় ওরা যে শিস দেয়, সেটা ৫৩০ মাইল দূর থেকেও শোনা যায়।
বুদ্ধিমান ব্যাক্তির বেশি তামা এবং দস্তা থাকে তাদের চুলে।
পেঁয়াজ কাটার সময় আপনি গাম যদি কামরাতে থাকেন, তাহলে আপনার চোখ থেকে জল আসবে না।
আপনি ঘুমিয়ে থেকে বেশি কেলরি ক্ষয় করেন বসে বসে টিভি দেখার চেয়ে।
স্ত্রিদের জন্য একটা দুসংবাদ আছে। পরিসংখন করে দেখা ছেলেরা বিয়ের আগে গড়ে ৭ বার প্রেমে পরে।
মানুষের উরুর হাড় কনক্রিটের চেয়েও শক্ত।
প্রাপ্ত বয়স্ক মানুষের শরিরে ২০৬ টি হাড় থাকলেও শিশুদের শরিরে থাকে ৩০০ টি। বয়স বাড়ার সাথে সেগুলা ক্ষয় হয়ে যায়।
মহিলারা পুরুষদের তুলনায় একদিনে প্রায় দিগুন চোখের পাতা ফেলে।
কেঊ নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে পারে না।
যখন কেউ হাঁচি দেয় তখন অন্যরা তাকে আল্লাহ রহম করো বলে দোয়া করে।কারণ যখন কেউ হাঁচি দেয় তখন তার হার্ট এক মিলি সেকেন্ডের জন্য থেমে যায়। হা হা হা
হাতি একমাত্র প্রানী যারা লাফাতে পারে না।
মানুষের হার্ট এমন চাপ সৃষ্টি করে যে মানুষের বুকের রক্ত ৩০ ফুট দূরে পর্যন্ত যেতে পারে।
কিং কোবরার ১ গ্রাম বিষ ১৫০ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট।
সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়। তাইত বলি মিরপুর ১০ এর গোল চত্বর এ থেকে অদ্ভুত এই আওয়াজ টা তাহলে চিরিয়াখানা থেকে আসে।
অনেকের ধারনা শামুকের কোন দাত নাই। অথচ শামুকের ২৫ হাজার দাত আছে।
হাঙর তীক্ষ্ণ শ্রবণ শক্তির সাহায্যে এটি অন্য মাছের হৃৎকম্পন শুনতে পায়।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৪