somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে নারী!!পরিমলদের হাত থেকে নিজেদের বাঁচানোর একটা উপায় নাও

১২ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় আছে Prevention is better than cure……………..

কেন বললাম?

বলছি............

যদি জিজ্ঞেস করি গত কয়েকদিন ধরে ব্লগ ,পত্রিকায়,ফেসবুক কোন খবরটি আপনার সবচেয়ে বেশি চোখে পড়ছে?কোন শব্দগুলো ঘুরেফিরে আপনার চোখে এসে চুলকাচ্ছে?

উত্তরঃপরি...মল,ভিকারুন্নিসা স্কুল,ধর্ষন............

অনেকে নারীদের প্রতি দরদী হয়ে বুকচাপরাচ্ছেন।আমার এ কথা দ্বারা কি আপনি ভাবছেন আমি নারীবিদ্বেষী?কখনই না।আমার মা,আমার বোন ও মেয়ে।তাহলে আমি নারীবিদ্বেষী হব কেন?

কিন্তু আমি যদি বলি পরি মলের শাস্তি হওয়া দরকার ভাল কথা।কিন্তু আমাদেরকে এটাও খুঁজে বের করতে হবে আসলে এ সমস্যাগুলো কেন হচ্ছে?নারীদের কি কোন দোষ আছে?কিংবা তাদের অজান্তেই কি তারা এমন কিছু করে বসে যার জন্য মুলত তারা এমন পরিস্থিতির সম্মুখীন হয়। তখন জানি অনেকে সস্তা নারীহিতাকাংখী মত বুলি ছেড়ে আমাকে বলবেন-

আহা!!! মোল্লা আইছে রে.........।

যে যাই বলুক কিছু কথা আমাকে বলতেই হবে।আমি না এটা মুসলিমরা অনেক আগে থেকেই এসকল সমস্যার কারনগুলো বলে আসছে।অনেকে বুঝার চেষ্টা করে না,অনেকে বুঝে ও না বুঝার ভান করে।

আজকে মিডিয়া নারীদেরকে পন্য বানাচ্ছে।এসকল পন্যদের দৃষ্টি খদ্দের বানাচ্ছে আমাদেরকে।নারী স্বাধীনতার মন্ত্র আওড়িয়ে নারীদেরকে অর্ধউলংগ করে বের করে আনার শ্লোগান শিখা্তে এবং বাস্তবায়নে তারা পুরোপুরি সফল।মারহাবা!!!!মারহাবা!!!!

হিন্দি মিডিয়ার কথা আর নাই বললাম,বাংলাদেশের মিডিয়ায় যখন শখ,সারিকা,মীম,বাঁধন,রাখি আর মেহজাবিনদের জিন্স আর টি শার্ট পড়া দেখে তখন অভিভাবকরা এবং তাদের কন্যারা peer pressure এ ভোগেন।আহা এভাবে না চললে মনে হয় সমাজে আমাদের কোন দাম নাই।যে দিকে বাতাস বয়,মোর দেহ সেদিকে রয়.........।স্মার্টনেস???টাইট জিন্স,স্কার্ট,টি শার্ট,ওড়না থাকলে থাকবে গলায়...............

রাস্তায় অনেক সময় হাঁটার সময় সামনে কোন মেয়ে থাকলে নিজের থেকেই খুব লজ্জা লাগে।এক ভাই খুব powerful চশমা ব্যবহার করে,চশমা ছাড়া তিনি সবকিছু ঘোলা দেখেন।তিনি নাকি অনেক সময় রাস্তায় দাঁড়ালে চশমা খুলে দাঁড়িয়ে থাকেন।কারন টা আশা করি পরিষ্কার,চাচা আপন শরীর দোযখ অগ্নি থেকে বাঁচা।

আসুন দেখি (নাউযুবিল্লাহ) পুরনো দিনের নীতিকথা কি বলে?

হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সুরা আহযাব আয়াত- ৫৯

আল্লাহ মানবজাতিকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে মেয়েরা তাদেরকে নিরাপদ রাখতে পারে।নারী স্বাধীনতার ঝান্ডাবাহীরা হয়ত আমার দিকে তেড়ে আসবেন।wait বৎস wait.!

প্রথম আলোর নিম্নের খবরটা পড়।


পরিমলের কথা সত্য নাকি মিথ্যা সে justification এ আমি যাচ্ছি না।তবে এটা ঠিক আজকাল এরকম dress up খুব কমন। তবে এ কথা দ্বারা সে কি বুঝাতে চাইল?সে কি আইয়ুব বাচ্ছুর সুরে বলতে চায়-

"আমি তো কিছু করতে চাইনি,সেই আমাকে করতে বাধ্য করেছে"

আমি জানি না

পরিমলের নরপিশাচদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত।এদের কারনে আজ শিক্ষক সমাজ ঘৃন্য কলংকিত। সাথে সাথে আমাদের বোনদের যতক্ষন পর্যন্ত আল্লাহর হুকুম মানিয়ে চালাতে পারব না।ততদিন পর্যন্ত পরিমলরা তাদের স্বরূপ দেখাবে।কারন মাথায় রাখতে হবে পরিমলরা ছিল,আছে এবং থাকবে।তাদের হাত থেকে আমাদের বোনদের আমাদেরকেই বাঁচাতে হবে।
কি বৎস? আর নিজেকে সামলাতে পারছ না?গালি কি গালের ডগায় এসে গেছে?
জংগী,তালেবান,রাজাকার,ছাগু,হিযবুতী,মোল্লা............।ব্লা ব্লা ব্লা......।
দাও গালি তারপরো ব্যাপারটা বুঝার অন্তত চেষ্টা কর।
গালির যে কোন একজন আমি হলেও আমি ঠিক কথা বলছি না এমন কি কোন কথা আছে?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১০
৪টি মন্তব্য ১টি উত্তর

১. ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০২

আবিরে রাঙ্গানো বলেছেন: ভাল্লাগসে। ড্রেস একটি গুরুত্বপুর্ণ বিষয়। এটি অস্বীকার করার উপায় নেই। তবে পরিমলদের বিচার যদি ঠিকমত হয়। এমন অপরাধ অনেক কমে যাবে। পোষাকের সাথে আইনের প্রয়োগ না থাকলে বোরকা পরলেও এসব কমানো সম্ভব ন।

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ঠিক বলেছেন ।সেজন্য ইসলাম নৈতিকতা ও আইন দুইটার ই প্রাধান্য দিয়েছে।ইসলামের আছে নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা।

২. ১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২২

আধাঁরি অপ্সরা বলেছেন:

ভাই তবে একটা কথা কি নারীর স্বাধীনতা বা নারীদের অধিকারের মানে কিন্তু বেলাল্লাপনা চলাফেরা নয়। অনেকে এই কথা বলে নারী স্বাধীনতা বা নারীর অধিকারকে মিস ইউজ করেন। অতএব সমস্যাটা আমাদের নিজেদের ভেতর। নারী স্বাধীনতা কথাটা বলির পাঁঠা মাত্র!



ধন্যবাদ!

৩. ১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

অরিত্রো বলেছেন: আপনার সব কথা ঠিক আছে। কিন্তু আমার কথা হল, এই যে এত ব্লগিং হল, এত চিল্লা বাল্লা হল, মাবব বন্ধন হল, আমাদের সামুর এক জন সুশীল বা নারীদরদি, নারীবাদিদেরকে তো পাইলাম না এই নিয়ে কথা বলতে।





কই আসেন আপনারা, কিছু বলেন। নাকি এটাও স্বাধীনতা বলে ছুপ করে আছেন।





দেশটারে শেষ করে দিল ওই সব োতানি সুশীল এর াতারি নারিবাদিরা। শালারা....................

৪. ১২ ই জুলাই, ২০১১ রাত ৮:২৫

আত্মমগ্ন আিম বলেছেন: এবছর প্রথমদিকে ইরানের মহান ইসলামিক বিপ্লব দিবস উপলক্ষে বাংলাদেশস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্র শিল্পকলা একাডেমীতে একটি তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছিল।



সেখানে ইরানের নারীদের উপর একটা ডকুমেন্টারীও দেখলাম।

এরা ঘরে-বাইরে সবজায়গায় পুরুষের পাশাপাশি কাজ করতেছে!

শালীনতা বিবর্জিত পোশাক পরিহিত একজন মহিলাও দেখলাম না।

ওদের চলচ্চিত্রে নারীদের অবদানও দেখাল...ইউরোপ-আমেরিকায়ও ওদের মেয়েদের সমান সংখ্যক মেয়ে চলচ্চিত্র শিল্পে এমন অবদান রাখতে পারেনি।



দেশ ও জাতি গঠনে মেয়েদের অংশগ্রহনের প্রশংসাও করল পুরুষরা,মোল্লারা।



আমাদের নারীনেত্রীরা(তথাকথিত) এগুলো দেখেন না।

হিজাব/পর্দার কথা আসলে তারা আফগান বোরকাওয়ালীদের রেফারেন্স দেন, আর বলেন এরকম পোশাক কোন মানুষ পরে!!



বোরখা না পরেন, অন্ততঃ একটা শালীন পোষাক তো পরেন।তাই আপনার ইজ্জত বাঁচাতে যথেস্ট।



ছোটবেলায় দেখা একটা কার্টুন, captain planet এর কথা মনে পড়ে গেল মাত্র।



কার্টুনে দেখাত, ময়লা আবর্জনাগুলো ঘরের পাশে ফেলে রেখে আর খাবার ঢাকনা না দিয়ে খেয়ে খেয়ে মানুষের রোগ বালাই হচ্ছে। ময়লার জন্য যে মাছি আসে, তা খোলা খাবারে বসে...আর তাতেই রোগ ছড়াচ্ছে।লোকজন মাছি তাড়াতে ব্যাস্ত!!



captain মিয়া আইসা ময়লাগুলা ফালায়া দিল আর খাবার ঢেকে দিয়ে গেল...কিছুদিন পর মাছিও নাই, আইলেও খাবারে বইতে পারেনা... রোগ বালাইও নাই...



সে তখন আইসা dialogue দিত,



the planet is yours!!



তাই আপাদেরকেও বলছি...



শালীনভাবে চললে, বদমাইশ পুরুষগুলা আপনাদের দিকেও কুনজর দিতে পারবে না।



আবার এইটা মনে কইরেন না যে সব পুরুষকে বদ বললাম!!

কিছু কিছু পুরুষ বদমাইশ।



আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীলপরী আর বাঁশিওয়ালা

লিখেছেন নিথর শ্রাবণ শিহাব, ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৮

আষাঢ়ের গল্পের আসর

সন্ধার পর থেকেই ঝুম বৃষ্টি। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দিনের মত আলো করে। কান ফাটিয়ে দেয়া আওয়াজ। কারেন্ট নেই প্রায় তিন ঘণ্টার ওপর। চার্জারের আলো থাকতে থাকতে রাতের... ...বাকিটুকু পড়ুন

ইসলামে ক্ষমার অফারের সাথে শর্তগুলো প্রচার হয়না কেন?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫১

ইসলামে পাহাড়সম পাপও ক্ষমা পাওয়ার যে সব শর্টকাট অফার আছে, সেগুলোতে ব্ল্যাক হোলের মতো কিছু গভীর, বিশাল এবং ভয়ঙ্কর নোকতা যুক্ত আছে। কোনো এক অজানা, অদ্ভুত কারণে হাজার বছরের ইবাদত... ...বাকিটুকু পড়ুন

আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০১


২২ বছর ধরে একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, বিরোধীদের দমন—এরদোয়ানের শাসনযন্ত্র এতদিন অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু এবার রাজপথের তরুণরা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্ক এখন বিদ্রোহের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইস্তাম্বুলের জনপ্রিয়... ...বাকিটুকু পড়ুন

চেংগিস খান: ব্লগের এক আত্মম্ভরী, অহংকারী জঞ্জাল

লিখেছেন আমিই সাইফুল, ২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:৪৪

ব্লগ জগতে অনেক ধরনের মানুষের দেখা মেলে—কেউ লেখে আনন্দের জন্য, কেউ লেখে ভাবনা শেয়ার করতে, আর কেউ লেখে শুধু নিজের অস্তিত্ব জানান দিতে। কিন্তু তারপর আছে চেংগিস খানের মতো একটা... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান প্রেমে হাবুডুবু খাওয়া নষ্ট প্রজন্ম

লিখেছেন Sujon Mahmud, ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১১:৩৬

৭১ সালের মুক্তিযুদ্ধের পর ধর্ষিতা বাঙালি নারীদের চিকিৎসায় নিয়োজিত অস্ট্রেলীয় ডাক্তার জেফ্রি ডেভিস গণধর্ষণের ভয়াবহ মাত্রা দেখে হতবাক হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটক পাক অফিসারকে জেরা করেছিলেন যে, তারা কীভাবে এমন... ...বাকিটুকু পড়ুন

×