কেন বললাম?
বলছি............
যদি জিজ্ঞেস করি গত কয়েকদিন ধরে ব্লগ ,পত্রিকায়,ফেসবুক কোন খবরটি আপনার সবচেয়ে বেশি চোখে পড়ছে?কোন শব্দগুলো ঘুরেফিরে আপনার চোখে এসে চুলকাচ্ছে?
উত্তরঃপরি...মল,ভিকারুন্নিসা স্কুল,ধর্ষন............
অনেকে নারীদের প্রতি দরদী হয়ে বুকচাপরাচ্ছেন।আমার এ কথা দ্বারা কি আপনি ভাবছেন আমি নারীবিদ্বেষী?কখনই না।আমার মা,আমার বোন ও মেয়ে।তাহলে আমি নারীবিদ্বেষী হব কেন?
কিন্তু আমি যদি বলি পরি মলের শাস্তি হওয়া দরকার ভাল কথা।কিন্তু আমাদেরকে এটাও খুঁজে বের করতে হবে আসলে এ সমস্যাগুলো কেন হচ্ছে?নারীদের কি কোন দোষ আছে?কিংবা তাদের অজান্তেই কি তারা এমন কিছু করে বসে যার জন্য মুলত তারা এমন পরিস্থিতির সম্মুখীন হয়। তখন জানি অনেকে সস্তা নারীহিতাকাংখী মত বুলি ছেড়ে আমাকে বলবেন-
আহা!!! মোল্লা আইছে রে.........।
যে যাই বলুক কিছু কথা আমাকে বলতেই হবে।আমি না এটা মুসলিমরা অনেক আগে থেকেই এসকল সমস্যার কারনগুলো বলে আসছে।অনেকে বুঝার চেষ্টা করে না,অনেকে বুঝে ও না বুঝার ভান করে।
আজকে মিডিয়া নারীদেরকে পন্য বানাচ্ছে।এসকল পন্যদের দৃষ্টি খদ্দের বানাচ্ছে আমাদেরকে।নারী স্বাধীনতার মন্ত্র আওড়িয়ে নারীদেরকে অর্ধউলংগ করে বের করে আনার শ্লোগান শিখা্তে এবং বাস্তবায়নে তারা পুরোপুরি সফল।মারহাবা!!!!মারহাবা!!!!
হিন্দি মিডিয়ার কথা আর নাই বললাম,বাংলাদেশের মিডিয়ায় যখন শখ,সারিকা,মীম,বাঁধন,রাখি আর মেহজাবিনদের জিন্স আর টি শার্ট পড়া দেখে তখন অভিভাবকরা এবং তাদের কন্যারা peer pressure এ ভোগেন।আহা এভাবে না চললে মনে হয় সমাজে আমাদের কোন দাম নাই।যে দিকে বাতাস বয়,মোর দেহ সেদিকে রয়.........।স্মার্টনেস???টাইট জিন্স,স্কার্ট,টি শার্ট,ওড়না থাকলে থাকবে গলায়...............
রাস্তায় অনেক সময় হাঁটার সময় সামনে কোন মেয়ে থাকলে নিজের থেকেই খুব লজ্জা লাগে।এক ভাই খুব powerful চশমা ব্যবহার করে,চশমা ছাড়া তিনি সবকিছু ঘোলা দেখেন।তিনি নাকি অনেক সময় রাস্তায় দাঁড়ালে চশমা খুলে দাঁড়িয়ে থাকেন।কারন টা আশা করি পরিষ্কার,চাচা আপন শরীর দোযখ অগ্নি থেকে বাঁচা।
আসুন দেখি (নাউযুবিল্লাহ) পুরনো দিনের নীতিকথা কি বলে?
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সুরা আহযাব আয়াত- ৫৯
আল্লাহ মানবজাতিকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে মেয়েরা তাদেরকে নিরাপদ রাখতে পারে।নারী স্বাধীনতার ঝান্ডাবাহীরা হয়ত আমার দিকে তেড়ে আসবেন।wait বৎস wait.!
প্রথম আলোর নিম্নের খবরটা পড়।
পরিমলের কথা সত্য নাকি মিথ্যা সে justification এ আমি যাচ্ছি না।তবে এটা ঠিক আজকাল এরকম dress up খুব কমন। তবে এ কথা দ্বারা সে কি বুঝাতে চাইল?সে কি আইয়ুব বাচ্ছুর সুরে বলতে চায়-
"আমি তো কিছু করতে চাইনি,সেই আমাকে করতে বাধ্য করেছে"
আমি জানি না
পরিমলের নরপিশাচদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত।এদের কারনে আজ শিক্ষক সমাজ ঘৃন্য কলংকিত। সাথে সাথে আমাদের বোনদের যতক্ষন পর্যন্ত আল্লাহর হুকুম মানিয়ে চালাতে পারব না।ততদিন পর্যন্ত পরিমলরা তাদের স্বরূপ দেখাবে।কারন মাথায় রাখতে হবে পরিমলরা ছিল,আছে এবং থাকবে।তাদের হাত থেকে আমাদের বোনদের আমাদেরকেই বাঁচাতে হবে।
কি বৎস? আর নিজেকে সামলাতে পারছ না?গালি কি গালের ডগায় এসে গেছে?
জংগী,তালেবান,রাজাকার,ছাগু,হিযবুতী,মোল্লা............।ব্লা ব্লা ব্লা......।
দাও গালি তারপরো ব্যাপারটা বুঝার অন্তত চেষ্টা কর।
গালির যে কোন একজন আমি হলেও আমি ঠিক কথা বলছি না এমন কি কোন কথা আছে?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১০