মহান আল্লাহ মানুষকে তাঁর সৃষ্টির মধ্যে অতি উচ্চ মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন তাকে অনেক গুণ বৈশিষ্ট্য দিয়ে।আল্লাহ বলেন-
আর আদম সন্তানদের আমি দান করেছি সম্মান ও মর্যাদার আসন।সূরা ১৭ ইসরা : আয়াত ৭০
আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি (সূরা আত তীন-৪)
কিন্তু তারপর আল্লাহ কি বললেন?
‘তারপর আমি তাকে নামিয়ে দিই নিচুদের চাইতেও নিচে।’ (সূরা আত তীন : ৫)
কিন্তু আশাহত হবার কিছু নাই।তারপর আল্লাহ কি বললেন?
তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে।(সূরা আত তীন-৬)
এখানে আল্লাহ দুটি কথা বলেছেন ইমান ও সৎকর্ম।আমি আমার অনেক বন্ধুদের যখন নামাযের দাওয়াত দিই তখন তারা বলে ইমান তো আছেই।আল্লাহ মাফ করে দিবে।আসলে ইমান কি জিনিস??তা কি শুধু আল্লাহতে বিশ্বা?আল্লাহ কে মক্কার কাফির মুশরিকরাও বিশ্বাস করত।আল্লাহ বলেন-
আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর কে আসমানসমুহ ও যমি সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ।সুরা লোকমান-২৫
আর শুধু বিশ্বাস দিয়ে কিছুই হবে না কারন আমলবিহীন বিশ্বাস কোন কাজে আসবে না।আর সৎ কর্মে মধ্যে সর্বোচ্চ কর্ম হচ্ছে সালাত(নামায)। ,যদিও আমরা অনেকে নিয়মিত নামায পড়িনা,কিন্তু পরীক্ষা আসলে আমরা অনেকে অন্তত নামায পড়ার চেষ্টা করি।তাই আমি পরীক্ষা কাছে আসার পর কিছু মানুষকে পরীক্ষা এসেছে বলে নামায ধরতে হবে বলে তাগিদ দিই।যদিও নামায পরীক্ষার জন্য পড়তে হবে এমন নয়।কিন্তু তারপরও আমি মনে করি এটি দাওয়াতের একটি strategy.আমি যখন কাউকে নামাযের জন্য বলি আমি তাদেরকে ফরযের দাওয়াত দিই।কারন আমি মনে করি প্রথমেই যদি তাকে আমি যোহরের ১০ কিংবা বার রাকাতের দাওয়াত দিই তাহলে সে ভয় পাবে।“ভাই চার রাকাত পড় বেশিক্ষন লাগবে না মাত্র ৫ মিনিট।“এরপর ফরয পড়তে পড়তে আমি দেখেছি সে আস্তে আস্তে সুন্নাত আদায় করা শুরু করে।
যা বলছিলাম যখন আমি দুই তিনজন কে বললাম “ভাই পরীক্ষা আসছে নামায কালাম ধর”তারা বলল “নামায পরীক্ষার জন্য ধরব কেন?নামায তো এমনিই পড়তে হবে এবং আল্লাহর জন্যই শুধুমাত্র আল্লাহর জন্য।অতি সত্য কথা। আমার কথা হল এ জিনিসটা তার মাথায় আগে কাজ করলো না কেন?”?এখন কেন কাজ করছে?আর পরীক্ষা আসলে নামায পড়া মানেই নামাযের মুল উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে,অনেকের এরকম চিন্তা ই বা কেন আসল এ সময়েই?যখন সালাতের জন্য মন কিছুটা হলেও নরম হয়। আমি এটাকে satanic trap ছাড়া আর কিছুই বলব না।আর আরেকটা ব্যাপার উপলব্ধি করলাম যে শয়তান কোন কোন সময় সত্য কথা বলেও মানূষকে ভাল কাজ থেকে বিরত রাখতে পারে।পরীক্ষার মত মহাবিপদে আসলে আল্লাহর সাহায্য ছাড়া উপায় নাই।
আমি আশা করি এ পরীক্ষাই হয়তো অনেকের দীনের একটি স্তম্ভ আঁকড়ে ধরার কারন হবে।May ALLAH(swt) save us all from the hellfire.