একান্তই যদিও আমি গানের পক্ষপাতি না কিন্তু এ কথা সত্য যে আমাদের সমাজে বিশেষ করে আমরা যুবকরা গানে খুব বেশি ডুবে আছি।আমি ও একসময় খুব বেশি গান শুন্তাম।বিশেষ করে নচিকেতা,সুমন অঞ্জন দের গান না শুনলে তো ওইদিন ভাত ই হজম হত না ।কিন্তু যখন ইসলাম নিয়া অল্পসল্প পড়ালেখা শুরু করলাম তখন জানতে পারলাম ইসলাম মিউজিক ইনসট্রুমেন্ট নিয়ে গান অনুমোদন করে না,শুধুমাত্র ডাফ ব্যতীত।কিন্তু আপনি কি এ বিষয়টি মানুষকে বুঝাতে পারবেন।তারা আপনাকে যুক্তি দিবে জন লোগান বলেছেন-
Music's the medicine of the mind.
কিংবা নিৎসে বলেছেন –
Without music life would be a mistake।
অনেকে এ সকল কথা বলে নিজেদের কাজকে justify করতে চায়।অনেকে আবার কুরান হাদীসের অনেক অদ্ভুত অদ্ভুত দলিল দিয়ে প্রমান করতে চায় যে ইসলামে গান শুনা বৈধ।যাক আমি সে সকল আলোচনায় যাচ্ছি না।
তাই আমি তাদের কে বলি ঠিক আছে বাবা গান যেহেতু শুনবেই তাহলে ইসলামিক গান ই শুন।এখন ইন্সট্রুমেন্ট ছাড়াই কিংবা শুধুমাত্র ডাফ ব্যবহার করেই অনেক ভাল ভাল গান হচ্ছে।আজকাল আমাদের গানের আহা যা অবস্থা।আইয়ুব বাচ্চুর “মন চাইলে মন পাবে দেহ চাইলে দেহ”কি শিখাচ্ছে।কিংবা মিলার “রুপবানে নাচে কোমড় দুলইয়া” থেকে আমাদের মনে কি ইমপ্রেশনের সৃষ্টি করে???আর ভারতীয় গানের কথা আর কি বলব???”যারা টাচ মি যারা টাচ মি।যার কিস মি যারা কিস মি “আমদের কি শিখাচ্ছে????আর এখন তো শিলার যুগ।শিলা কি জাওয়ানী।ইংলিশ গানের কথা আর নাই বললাম।এক বন্ধুর রুমে গেলাম দেখলাম ইংলিশ গান শুনছে ।গানের কথা শুনে তো আমি পুরা হ্যাং......।
ইসলামিক গানগুলো আপনাকে আল্লাহ থেকে দূরে সরাবে না বরং আল্লাহর কাছে নিয়ে যাবে।ব্যবিচার ,যেনার নিকটবর্তী করবে না বরং দূরে সরিয়ে নিয়ে যবে।তাই কিছু সুন্দর ইসলামিক গানের লিংক দিলাম।আশা করি ভাল লাগবে......
1 Click This Link
2, http://www.youtube.com/watch?v=rvbgaw972c4
3. http://www.youtube.com/watch?v=5sLw2-oaRCA
4. http://www.youtube.com/watch?v=TozFGa0VTMA
জেইন বিখার সবগুলো গান ই সুন্দর।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ রাত ৯:২৮