আমি আশাকরি না সে কুমারী হবে
তবে সে যেন তোমার মত দুশ্চরিত্রের না হয়।
তোমার মত ওমন নিখুঁত চুমু দিতে হবে এমন নয়,
চুমুর শিল্প আমি শিখিয়ে নেব
শুধু ভালবাসার আদ্রতাপূর্ণ কম্পিত ঠোঁট যেন তার থাকে।
তোমার মত শাড়ী পড়ার আধুনিক কৌশল সে না জানতেই পারে
শুধু ভালবাসার জড়তা মাখানো আবেদন যেন সে বোঝে।
আমি বলব না যে সে সবসময় সত্য বলবে
তবে তোমার মত ওমন মিথ্যা সে বলবে না,যে মিথ্যায় পাপ হয়।
আমি আশাকরি না যে,সে তোমার মত কুটুমনি-টুকুমনি বলতে জানবে
শুধু লজ্জাবনত চোখে এইটা-ওইটা বলতে পারলেই হবে।
তোমার মত ঢংয়ে ঢংয়ে হয়ত হাঁটবে না সে,
তাতে কি খুব বঞ্চিত হব,কোন অসুবিধা নেই
আমিই নাহয় তাকে দু‘হাতে তুলে বারান্দার বৃষ্টিভেজা গ্রীল ছোঁয়াব।
হয়ত সে বর্ধিত সকালে নাকে নাক ছুঁয়ে ছুঁয়ে বলবে না-একটু থাকনা,
আমার এক চোখে আরেকটু ঘুম আছে।
অথবা,সকালের আয়নায় নিজের গাল ঠোঁট পেস্টফোমে মাখিয়ে
চুমুর ভয় দেখাতে আড়াল খুজঁবে না আমার উল্টোপথে।
-----
তবুও...সে যেন তুমি না হয়। (১৫-০৯-২০১২ ,চলবে..অসম্পাদিত)
(গুণ দা,এটা পার্থক্য নয় পৃথকতা। মুক্তির বৃত্তটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম এই যা)