ওমন আহ্লাদ আহবান ফিরিয়ে দেবার সাধ্য আমার কোন কালেই হবে না
হয়তবা তাই এখন আমার বিমূর্ত সময়।
ঠিকই জানতে তুমি,
আঙ্গুল ঠোঁটে নিয়ে ফিরিয়ে আনতে আমায়-
‘আমার এক চোখে আরেকটু ঘুম আছে,একটু থাক না’
ওমন অসম ভালবাসার সমীকরণ সমাধানের সাধ্য আমার কোন কালেই হবে না
হয়তবা তাই এখনও আমি অনুমতিহীন।
ঠিকই বুঝতে তুমি,
তাইতো সৃত্মি ভ্রষ্টা হয়ে কী অনায়াসে চলে যেতে পার-
‘যা দিয়েছি তা তোমারি,আমি দূর্লভা,বৃথা ভুলতে চেয়ো না’
ওমন বিশুদ্ধ ভালবাসার অনুভুতি আমার আর কখনও নিবেদিত হবে না
হয়তবা তাই আজও আমি শূণ্য সংসারী।
ঠিকই হিসেব করেছিলে তুমি-
হৃদয়হীন প্রকোষ্ঠে বেহিসেবী চুমু স্নানের জলে ভাসিয়ে-
‘না মুসলিম,না হিন্দু,না খ্রিষ্টান,প্রস্টিটিউটের যোনি শিশ্নের পার্থক্য বোঝে না’
২৭ নভেম্বর,২০১২
অসমাপ্ত ও অসম্পাদিত
ডায়েরী,আল আমীন দেওয়ান