প্রথম পথিক ঃ এই যে ভাই,আপনার ঘড়িতে ক'টা বাজে?
দ্বিতীয় পথিক ঃ কোন কথা না বলে প্রশ্নকতার গায়ে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল।
প্রথম পথিক ঃ মারলেন যে ভাই?
দ্বিতীয় পথিক ঃ ১ টা বাজে কিনা,তাই একটা থাপ্পড় দিলাম।
প্রথম পথিক ঃ (ওপরে দু'হাত তুলে)হে আল্লাহ,তুমি আমাকে বাচালে আর মাত্র এক ঘন্টা আগে জানতে চাইলে আমাকে বারোটা থাপ্পড় খেতে হত।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩