রমজান কি? ঃ পবিত্র রমজানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন-"রমজান ঐ মাস যে মাসে অবতীর্ণ হয় পবিত্র কোরআনুল করীম।"এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফ্তী আহমদ ইয়ার খান নঈমী(রহমাতুল্লাহি আলাইহি)বলেন-রমজান শব্দটি 'রহমানুন' এর মত আল্লাহর গুণবাচক নামসমূহের অন্তর্ভুত। আর যেহেতু এ মাসে মুমিন মুসলমানগণ সকাল-সন্ধ্যা,রাতদিন আল্লাহর এবাদত বন্দেগীতে রত থাকে এ কারণে এ মাসের নাম রাখা হয়েছে রমজান।
যেমনিভাবে মসজিদে ও কাবাঘরে আল্লাহর এবাদত চলার কারণে তার নাম রাখা হয়েছে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর।