বড় দুঃখ লাগে যখন কুমিল্লা থেকে ঢাকায় আসতে ছয় ঘন্টা সময় লাগে। আরো দুঃখ লাগে সায়েদা বাদ
হতে গাবতলী আসতে তিন ঘন্টা পেরিয়ে য়ায় ।।কাচঁ পুর এসে দেখি হাজার হাজার গাড়ীর লাইন। কেন গাড়ী গুলি লাইন
দিয়ে দড়িয়ে আছে ।কেউ জানেনা তার খবর। আবার এমন ভাবে গাড়ীর জটলা লেগেছে খালি মানুষ পায়ে হেটে যাবে তারও কোন উপায় নাই ।আমি সে দিন কাচঁ পুর ব্রীজ হতে হেটে যাত্রা বড়ী এসেছি।
যদি সে দিন না হাটতাম তা হলে ঢাকায় থাকতে হতো আমাক।যারা অসুস্থ তারা কি করবে ভাবতেই
কষ্ট লাগে।যাত্রা বাড়ী এসে লোকাল বাসে উঠলাম রাএ দশটায় এলাম মতিঝিল এখানেও রাস্তা জাম বারটায় পাবনার শেষ বাস ।।কি করবো আমরা বাসে বসে থেকে । আবার হাটা শুরু করলম ।হাটতে হাটতে ই তো চলে এলাম কল্যান পুর ।এভাবেই কোন রকমে শেষ বাসটি ধরলাম। আমাদের নেতারা একটু চিন্তা করা উচিৎ। আমরা সাধারন পাবলিক প্রয়োজন হতেই
পারে কুমিল্লা বা অন্য জিলায় যাওয়ার তাই বলে এই অবস্থা।