
আজ থেকে সাত বছর আগে বিজ্ঞানী মহল কেপেঁ উঠেছিল এক ভন্ড গবেষকের জোচ্ছুরিতে। তার নাম হেন্ড্রিক সন (Jan Hendrik Schön) । পৃথীবি বিখ্যাত বেল ল্যাবের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। বেল ল্যাবের সুনাম প্রায় যায় যায়। এখনো বিজ্ঞানীরা হেন্ড্রিক সনের জোচ্ছুরি নিয়ে উদহারণ দেয়। এই ঘটনার পরে সারা বিশ্বের গবেষণা প্রতিষ্ঠানগুলো গবেষনার জন্য নতুন নীতিমালা তৈরী করতে বাধ্য হয়।
হেন্ড্রিক সন একজন জার্মান বিজ্ঞানী । ডক্টোরেট ডিগ্রী পান বিশ্ববিখ্যাত জার্মান বিশ্ববিদ্যালয় University of Konstanz থেকে। ১৯৯৮ সালে তিনি যোগ দেন বিশ্ববিখ্যাত বেল ল্যাবে, যেখানে সেমিকন্ডাক্টর ট্রান্সিস্টর প্রথম আবিস্কৃত হয়।

জোচ্ছুরি ধরা খাওয়ার আগে পর্যন্ত হেন্ড্রিক সন ছিল একজন সুপার স্টার বিজ্ঞানী। ২০০১ সালে তার শুধু নেচার এবং সাইন্স জার্নালেই প্রকাশিত হয় আটটি নিবন্ধ। যারা বিজ্ঞানের লাইনে আছেন তাদের বলতে হবে না এই দুই জার্নালের কথা। অন্যদের জন্য এখানে বলে রাখা ভালো যে, এই দুই জার্নালে নিবিন্ধ প্রকাশ করা সবচেয়ে কঠিন। পৃথীবির শ্রেষ্ঠ বিজ্ঞানীরা সাধারনত তাদের শ্রেষ্ঠ কাজগুলো এই জার্নালে প্রকাশ করে । অন্যসব জার্নালের হেন্ড্রিক সনের নিবন্ধের সংখ্যা ধরলে, হেন্ড্রিক সন প্রতি ৮ দিনে একটি প্রথম শ্রেনীর নিবন্ধ প্রকাশ করছিল।
হেন্ড্রিক সনের গবেষনার ক্ষেত্র ছিল পদার্থ বিজ্ঞান, ম্যাটেরিয়াল সাইন্স এবং ন্যানোটেকনলজি। আরো বিস্তারিতভাবে বলতে গেলে অর্গানিক (জৈব) ফিল্ড ইফেক্ট ট্রান্সিস্টর, সুপারকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর। স্বপ্নের মতো সব আবিস্কার। প্রতিটি আবিস্কারই ছিল পৃথীবিতে বৈজ্ঞানীক বিপ্লব ঘটানোর মতো ক্ষমতাশীল। পৃথীবি বড় বড় সব গবেষণা প্রতিষ্ঠান এই সব আবিস্কার নিজেদের ল্যাবে করে দেখার জন্য সমস্ত শক্তি নিয়োগ করেছিল। বহু বিজ্ঞানী তাদের মূল্যবান সময় এবং বহু রাষ্ট্র কোটি কোটি ডলার খরছ করেছে হেন্ড্রিক সনের আবিস্কার পুনরুৎপাদন করতে। কিন্তু ফলাফল শূন্য।
২০০১ সালের শেষের দিকে গবেষকদের মনে ধীরে ধীরে সন্দেহ দানা বাধতে শুরু করে, যখন কোণ গবেষকই হেন্ড্রিক সনের আবিস্কার পুনরুৎপাদন করতে পারেনি। কিন্তু হেন্ড্রিক সন ছিল বড়ই ধুরন্দ্বর। যখনই তার আবিস্কার নিয়ে প্রশ্ন করা হতো, সে আরো নতুন উপাত্ত দেখাত যা তার আবিস্কারকে স্বমর্থন করে।
হেন্ড্রিক সন কম্পিউটারে গানিতিক পদ্দ্বতি প্রয়োগে ছিল সিদ্দ্বহস্ত। তার সমস্ত জগৎ কাপানো আবিস্কার ছিল কম্পিউটারে গাণিতিক মডেল ব্যবহার করে। হেন্ড্রিক সন প্রথমে ঠিক করতো বিজ্ঞানীরা কোন ফলাফল আবিস্কারের জন্য ব্যস্ত । তারপর সে পিছনের দিকে ক্যলাকুলশান করে সেই বৈজ্ঞানীক আবিস্কার দাবী করতো ।
২০০২ সালে হেন্ড্রিক সনের সমস্ত জালিয়াতির প্রমান হয়ে যায়। বেল ল্যাব থেকে বিতারিত হয়। পালিয়ে যায় জার্মানীতে। University of Konstanz তার ডক্টরেট ডিগ্রি কেড়ে নেয়। এখন কেউ জানে না হেন্ড্রিক সন কোথায়। ধারনা করা হচ্ছে জার্মানীর কোন ইঞ্জিনিয়ারং কোম্পানিতে আছে। তবে এটা সত্য, হেন্ড্রিক সন ছিল এই পৃথীবি সের বদ্দ্বিমানদের একজন। বুদ্দ্বি না থাকলে সারা পৃথীবিকে এমন ঘোল খাওয়ানো সম্ভব হতো না। তাকে বলা হচ্ছে এই সতাব্দীর সবচেয়ে বড় প্রতারক। মানুষ সাফল্যের শীর্ষে উঠার জন্য কতো কিছুই না করে। হেন্ড্রিক সনের জালিয়াতিও মানুষ স্মরন রাখবে যতদিন এই পৃথীবিতে বিজ্ঞান গবেষনা থাকবে।
আরো লিংক
ফিজিক্স ওয়ার্ল্ড
উইকি
নেচার