.................................

এক ছিল এক জিন্দালাশ কোন এক ঠিকানায়
হাঁটে চলে কথা বলে যথারীতি ঘুম যায় !
মনে বড় সুখ তার খায় দায় বিলায় না
চিন্তামন দারোগা তাকে ধরতে পায় না !
ন্যায় অন্যায় ভালমন্দ বুঝতে সে চায় না
আল্লাহর দেয়া মগজটুকু কাজে লাগায় না ।
আল্লাহ বিল্লাহ করে বটে হক্কুল ইবাদ মানে না
হক বেহক আসল নকল পরহেজ করে না !
ইবাদত মানুষের দায় পশুর দায় নয়
মানুষ হতে না পারিলে সে ইবাদত গ্রাহ্য নয় !
এসব কথা ধর্মের কথা মানতে সে রাজি নয়
বলে যা বলুক লোকে তাতে তার কিইবা হয় !
কান্ডজ্ঞান নাই তার স্বার্থজ্ঞান খুব টনটনে
লজ্জা শরম ভুলে যায় সে স্বার্থের কারণে ।
সে কেবলই নিতে জানে দিতে জানে না
দিতে হলে মনোকষ্টে সৃষ্টি হয় তার যন্ত্রণা !
নিজের অংক ভাল বুঝে অন্যের অংক বুঝে না
অন্যেরটা চূলোয় যাক্ তার কিছু যায় আসে না ।
স্বার্থলোভে নাজায়েজ ও নিকৃষ্ট কাজ করতে তার দ্বিধা নেই
মানুষের প্রতি তার দয়া মায়া শ্রদ্ধাবোধ একেবারেই নেই !
পাশবিক চেতনায় শানিত সমৃদ্ধ সে সদা জাগ্রত
মানবিক চেতনাহীন হৃদয় মনে সে জীবস্মৃত !
জ্যান্ত মরা বনি আদম এমনি সে একজন
মনুষ্যত্বের হিসাবের দিন করবে কি তখন !
মানুষ রূপে জন্ম নিয়ে মনুষ্যত্ব নাই যার
জিন্দালাশ ছাড়া আর কিইবা পরিচয় তার ?