অর্থে কারো মাথা উচুঁ হয় না
দাঁড় কাক যতই সাজে ময়ূর হয় না !
পাপ ছাড়া জীবনে ঐশ্বর্য্য হয় না
অকৃতজ্ঞ মিথ্যাবাদী সৎপথ পায় না !
অজ্ঞ কভূ বিজ্ঞ জনে চিনতে পারে না
বুদ্ধিহীনে কৃতজ্ঞতা আশা করো না !
নিকৃষ্ট লোক অন্যের ণ্ডণ দেখতে পায় না
শৃগালে কয় আঙ্গুর ফল মিষ্ট হয় না !
মূর্খ কারো অবদান মনে রাখে না
অ-জনে বিত্ত হলে স্বজনে তাকায় না !
ডালিম পাকিলে পরে নিজে ফেটে যায়
ছোট লোক বড় হলে বন্ধুকে কাঁদায় !
ইতরের উপকার কভূ না করিবে
যদি কর ফল তার বিপরীত পাবে !
ইতরের উপকার না থাকে স্মরণ
বালুকায় জলধারা শুকায় যেমন !
সজ্জনের ভালোবাসা রহে চিরকাল
দুর্জনের ভালবাসা ঘটায় জঞ্জাল !
চেষ্টায় না ফোঁটে কভূ ডুমুরের ফুল
স্বভাবের বিপরীত আশা করা ভুল !
নিম্ন মানের স্বভাব যাকে নিম্নগামী করে
কোনও শক্তি নাই তাকে ঊর্ধ্বে তোলে ধরে !
এই সব কথা সে-ই রাখিবে স্মরণ
যে হয় সুধী আর সুজন সুমন !