
ভাই ভাই
মায়ের পেটে জম্ম নিলে যদি হয় ভাই ভাই
চাচার ছেলে মামার ছেলে কেমন করে হয় ভাই ?
কথায় বলে ভাই নাকি বড় ধন রক্তের বাঁধনে
এ বাঁধন এমনি নাকি টুটে না তা জীবনে !
একই মায়ের ছেলেদের রক্তের গ্রুপ ভিন্ন হয়
ভিন্ন মায়ের ছেলেদের রক্তের গ্রুপ এক হয় ।
কেমন করে বুঝি তবে রক্তের বাঁধন কি যে হয়
আশে পাশে দেখি কত ভাইয়ে ভাইয়ে সুহৃদ নয় !
তাহলে কেমন করে রক্তের বাঁধন বলা হয়
বাঁধন হলে ভাইয়ে ভাইয়ে কেন তবে জুদা হয় ?
মুখরোচক একথাটি সত্যি কিনা বাহানা
সত্যি হলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত হতোনা !
আল্লাহ্ বলেন মুমীনেরা তোমরা ভাই ভাই
রাসুল (সঃ) বলেন মুসলমান সকলে ভাই ভাই !
এরাতো সব এক মায়ের পেটে জম্মায় নাই
তাহলে কেমন করে এরা হয় ভাই ভাই !
মুমীন মুসলমান তারা একে অন্যের দরদী যারা
ভিন্ন ভিন্ন দেহ সত্তায় আত্মায় একাত্ম তারা !
একে অন্যের সুখে দুঃখে সমভাগী হয় যারা
প্রয়োজনে একে অন্যে ত্যাগ স্বীকার করে তারা !
নিজের তরে বিব্রত নয় বিব্রত হয় পরের তরে
দয়ামায়া শ্রদ্ধাবোধ হৃদয় মনে পোষণ করে !
এমনি সম্পর্কের নাম আল্লাহ্ বলেন ভাই ভাই
নতুবা মায়ের পেটে জম্মিলেও হয় না সে ভাই !