
শ্রাবণধারার মাঝে আছে বাদল ঝরার আকুলতা
কিন্তু প্রকৃতির কি যেন কি হয়েছে
বুঝছেনা তার ব্যাকূলতা।
আমার মনের মাঝে লুকিয়ে আছে যে সেই মহা সময়
যা আমি দিয়ে এসেছি -হৃদয় দুয়ার খুলে পাইনি ভয়।
বন্ধু, তোমারা কোথায় সময়ের গর্ভে কি বিলীন এখন
প্রস্ফুটিত হয়না কি কোন কবিতা , নাটক কিংবা গান।
সে রাজপথ তেমনি আছে পীচঢালা কালো
নেই তুমি আমি আমাদের সেই হাসি আমাদের আলো।
সময় গিয়েছে চলে আমাদের সব আজ স্মৃতি চেয়ে দেখি
এই পথে সেই ভাবে হেঁটে যায় আমাদের উত্তরসূরী
আমাদেরই ফেলে দেয়া ঝান্ডা হাতে
আমাদেরই সাহস তাদের বুকে ,
আমাদেরই কথা বলে তাদের চোখে মুখে।
একই রূপ আসছে ফিরে বারে বারে একই সুরে
তফাৎ শুধুই সময়ের নাকি এই মহাকালের
কাল যেন এটাই করেছ ধ্রুব সত্য
এই কথা এই সাহস থাকবে শুধু এই বয়সের মধ্যে।