মাশাল্লাহ আমার দ্বিতীয় বউরে ঘরে তুললাম আজ। অনেক আশা প্রত্যাশার বাত্যয় ঘটিয়ে ওরে ঘরে তুলতে হলো। আসলে অনেকটা অনাকাঙ্খিতই ওর আগমন। বাসায় দিন দিন অফিসের কাজ নিয়ে আসার অভ্যাস হয়ে যাওয়ায় অফিস আমার ঘাড়ে বাধ্যতামূলক বিয়ের প্রস্তাব দিয়ে বসল। কি আর করা, বসরে খুশি রাখতে হলেতো কিছু ত্যাগ স্বীকার করতেই হবে।

যদিও আমার প্রথম বউ এইপি বংশের জটিল সুন্দরী কন্যা। আর উনার পারফরমেন্সও মাশাল্লাহ ভালো হওয়ায় খামোখা উনার ঘাড়ে বেশি চাপ দিতে মন চাইলো না। (তাছাড়া নতুন বউ পাওয়ার আনন্দটা কেমন তাও একটু চেখে দেখলাম আরকি?

)। যাক ভাইজানেরা আর বইনেরা আপনারা সবাই আমার নতুন ইস্ত্রির জন্য একটু দোয়া রাইখেন, উনারে যেন সুখি করতে পারি।
যাই হোক সবাইরে আমার নতুন বউয়ের ডামি ছবি দিলাম। আসল ছবি দিমুনা, ওইটা আমার লাইগ্যা পেরাইভেট থাকল। মাথা নস্ট নি আমার যে বউর ছবি দিমু এই লুল সামুবাসী ব্লগারগো লাইগ্যা। হে হে...