

যাউগ্গা যা কইতাছিলাম। দুনিয়াটা এখন খালি আন্ধার দেখি, আমার বউ নাই কেন? লগের সব বন্দুকরা দেখি বিয়া কইরা ফেসবুকে ছবি দেয়। ফেসবুকে যে কেন আনলাইট লিংক নাই বুজতাম পারিনা। ব্যাটা যুকেবার্গরে মেইল দিমু, কমু বিয়ার ছবি দেখলে আনলাইক লিংক দিতে হবে। এইটা আমাগো আবিয়াতি পোলাপানগো আমরণ দাবি। তয় এইখানে কইলাম আওয়ামিলীগ আর বিএনপি দুই গ্রুপ হইব না এইটা গ্যারান্টিড।

সুতরাং আসেন সবাই মিল্লা আজই বাপ মারে BBA (বাবা বউ আনো) / MBA (মা বউ আনো) এর জন্য অ্যাপ্লিকেশন করি। চিঠির সেম্পল টেম্পলেট দিতাছি নিচে, খালি ভ্যরিয়েবল চ্যান্জ করলেই হইবো। শেষে আবার ইতি তোমাগো বাদাইম্মা পোলা বইলা আমার নামটা মুইছা দিতে ভুলবেন না যেন। কপি পেস্টের যা বেহাল দশা আপনাগো।

বাবা / মা
আমার বউ কই? __ বছর পার কইরা আইলাম কিনতু আপনাগো ভাবগতিতো সুবিধার মনে লইতাছে না। ওহ কি কইতাছি বুজতাছেন না? বুজবেন কেমতে? আমিতো এখনো আপনাগো কাছে দুগ্ধ পাল্য শিশু। কিনতুক মাইয়াগো বাপ মায়ের কাছে আমি সবেধন মনি। কিনতুক আপনাগো কথা চিন্তা কইরা কোন মাইগো বাপ মায়ের রিকোয়েস্ট রাখি নাই এতদিন

অবশেষে আমার হৃদয় উথলানো এখখান কথা কই। আব্বাগো আম্মাগো পায়ে পড়ি এইবার আমার বিয়া দেন। কথা দিতাছি আমাগো বংশের বাত্তি আমি বছরে বছরে উজ্জল কইরা জালামু (যদিও সময়মত বিয়া করলে আমার পোলাই এই চিঠি আজকে আমারে লিখত, যা দিনকাল পড়ছে)।
ইতি তোমাগো বাদাইম্মা পোলা
কিসমত উল্লাহ (

আমার বউর এখ্খান ছবিও দিলাম