বেশ কিছুদিন আগের কথা । আমার ফেবু ফ্রেন্ডলিস্টে আমার এক মেয়ে কলিগ ছিল। ইংলিশ মিডিয়ামের ছাত্রী, সেইরাম পার্ট। আর ক্যামহোলিক, দিনে যে কত পিক আপলোডাইতো তার হিসাব নাই, ম্যাক্সিমাম ই বাথরুমের আয়নায় তোলা সেলফ পিক


প্রতিদিন তার এই পিক এর অত্যাচারে টেকা দায়। প্রায়ই ব্ল্যাকবেরি দিয়ে আপলোড দিত । কিছুদিন পর নতুন একটা আইফুন নিসে, ওইটাও না দেখাইলে কি হয় ?
আবার সেই বাথরুমের আয়নার সামনে পিক তুলে আপলোড দিয়ে প্রোফাইল পিক দিল।
আমার মাথায়ও শয়তানি বুদ্ধি চাপল। কমেন্ট করে বসলাম " WoW !! you got a new iPhone, but I can see your bathroom flash is still broken"
( বাথরুম ফ্ল্যাশ হ্যান্ডেল টা ভাঙ্গা ছিল )
আমারে ওইদিনই ও ব্লক মারসে


