কোন প্রিয় জিনিসের প্রতি এটাচড হয়ে যাওয়া এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি , আমিও ব্যতিক্রম নই । আমার একটা রে - বেন এর এভিয়েটর সিরিজের সানগ্লাস ছিল, খুব পছন্দের, সবসময় পরতাম, কখনো সাথে না থাকলে ওটাকে ছাড়া কেমন খালি খালি লাগত। সবাই বলতো আমাকে মানাতো ভীষণ ঐ সানগ্লাসে। কেমন জানি একটা টান চলে আসলো ঐ সানগ্লাস টার প্রতি। ২ বছর আগের কথা, তখন আমার প্রথম অফিসে জব করছি , বেশ কজন বন্ধুসুলভ কলিগ ছিল আমার । একদিন আমার এক জুনিয়র কলিগ সানগ্লাস টা একটু দেখবে বলে আমার কাছ থেকে চেয়ে নেয়। আমিও দেই, কেবলি তো কিছুক্ষণের জন্য নিয়েছে, তাই তেমন গুরুত্ব দিলাম না। আমি অপেক্ষায় থাকি সে কখন ফিরিয়ে দেবে। কিন্তু যা বুঝলাম আমার সানগ্লাস টা ওর ভীষণ পছন্দ হয়ে গিয়েছে আর সে ফিরিয়ে দেবার কোন প্রয়োজনও মনে করছে না। কিন্তু ওর এত পছন্দ হয়েছে দেখে আমার চাইতেও ইচ্ছে করল না, ছোটভাইকে উপহার হিসেবে দিয়ে দিলাম
২ বছর পর একটা কাজে ওর নতুন অফিসে গেলাম। আমি আগের অফিসের চাকরি ছেড়ে দেবার পর প্রায় ২ বছর পর ওর সাথে দেখা হল, আমার কাজ টা করে দিয়ে আমাকে এগিয়ে দিতে ও আমার সাথে নিচে নামল, বাইরে ভীষণ রোদ থাকায় পকেট থেকে সানগ্লাস বের করল, আর বলল , " ইথান ভাই (আমার অফিসের নাম) , আপনার সানগ্লাস টা আমি এখনো ব্যবহার করি " ; আমিও দেখলাম ওটা আগের মতই আছে, বুঝায় যায় যে ও বেশ যত্ন করে।
কেমন যেন একটা ভাল লাগা কাজ করল, আমার একসময়ের প্রিয় জিনিস টা ভাল আছে, যত্নে আছে, কারো শোভা বাড়াচ্ছে, হোক না সেটা অন্য কারো কাছে ।