.
.
.
.
.
.
.
.
.
.গতকয়েকদিন ধরে মাসুদের খবর নাই, ক্লাশে দেখিনা, ফোন ও অফ, শালায় মরল কই ?! ক্লাস শেষে মাসুদের রুমে গেলাম, গিয়ে দেখি শালায় পুরা বিদ্ধস্থ হয়ে বিছানায় পড়ে আছে ।
ঃ কিরে, কি হইসে তোর ? ক্লাসে যাস না, ফোন ধরস না ?! কাহিনী কি ?
( কোন জবাব নাই )
আমিও আর কিছু না বলে চুপ করে থাকি।
কিছুক্ষন পর,
ঃ মিলির তো বিয়ে হয়ে গেছে রে , ( উদাস আর হতাশ দুই ভঙ্গিতে কথাটা বলল মাসুদ)
ঃ কস কি রে !!?!! কেমনি কি ?! কবে ??! তোরে কিছু কয় নাই ?
ঃ এইতো গত পরশু, হুম , কইসে তো, সে শুধু কইছে আমার সাথে রিলেশন রাখা সম্ভব না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এইটুকুই। আমিও আর কিছু কই নাই।
ঃ থাক বাদ দে, যে যাবার চলে গেছে, ভুইলা যা। ( আর কি বলব বুঝতে পারছিলাম না)
ঃ হুম্ম ( এটা বলে আবার চুপ করে থাকে )
আবার কিছুক্ষণ পর
ঃ দোস্ত, হিসাব তো মিলে নারে ! আমি মানলাম আমার পড়ালেখা কম , শুধু মাত্র একটা এমবিএ আছে, কিন্তু ওর জামাই তো ডিগ্রি পাস !
ঃ কস কি রে মমিন !! এইডা কেমনে সম্ভব ! ভার্সিটির মাইয়া ডিগ্রি পাস পোলারে বিয়া করছে ?!
ঃ হ রে, মানলাম আমি না হয় দেখতে কালা, মাথায় চুল কম, কিন্তু ওই শালায় তো আমার থেইকাও বদসুরত !
ঃ এইবার মেজাজটা খারাপ হয়ে গেল !! ওই পোলার এমন কি আছে যেইটা তোর নাই ?
ঃ শুনছি ওই পোলার শহরে একটা টিনশেড বাড়ি আছে, মাসে মাসে ভাল ভাড়া পায়, এইটা দেইখা মাইয়া আর মাইয়ার মা-বাপ বেজায় খুশী। আর যাই হোক পোলার তো শহরে একখান নিজের বাড়ি আছে, আমার তো এইটা নাই ।
রাগে মিজাজ পুরা খারাপ হয়ে গেল, ছোটলোক বাপ-মা'র ছোটলোক মাইয়া