খুব সহজ উপায়ে ওয়ার্ডপ্রেস ভিত্তিক নিজস্ব ওয়েবসাইট বানানোর একটা সহজ টিউটোরিয়াল দেবো আজ। শুধু ছবিতে দেখে ধাপে ধাপে এগিয়ে গেলে ১০ মিনিটেই আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়ে যাবে।
প্রথমে এখানে যান
নিচের ছবির মত পেজ আসবে ।
আপনার কাঙ্ক্ষিত ডোমেইন নেম সিলেক্ট করুন এবং খালি থাকলে GO তে ক্লিক করুন।
এবার USE YOUR NEW DOMAIN অপশন এ গিয়ে USE DOMAIN select করে YOUR OWN DNS select করুন
SERVER NAME এর বক্স দুটিতে ns1.dhmart.info এবং ns2.dhmart.info লিখুন। Registration length 12 months করে দিন। ক্যাপচাটি পূরণ করুন ও আপনার ইমেল address দিয়ে sign up এ ক্লিক করুন। আপনার মেইলে একটা মেইল যাবে কোড সহ । কোডটি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন ।
এবার এখানে ক্লিক করুন
এখানে ছবির মত ফ্রি অপশনটির নিচে order now ক্লিক করুন
এবার যে ফর্মটি আসবে তা ভালো করে পূরণ করে ওকে দিন। আপনার মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, ইনবক্সে না থাকলে স্প্যাম চেক করুন। ওই লিঙ্কে ক্লিক করলে নিচের এই পেজটির মত পেজ আসবে, এবার আপনার .tk তে দেয়া কাঙ্ক্ষিত ডোমেইনটি লিখুন, পাসওয়ার্ড দিন, ক্যপচা পূরণ করে CREATE এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত একটা পেজ আসবে, এবার SWITCH এ ক্লিক করুন ।
এবার যে পেজটি আসবে তা থেকে WEBSITE option থেকে AUTO INSTALLER অপশনে কিল্ক করুন
এবার INSTALL WORDPRESS 3.3.1 সিলেক্ট করুন ।
এবার আপনার ইচ্ছেমত ওয়ার্ডপ্রেস অ্যাডমিন আইডি ও পাসওয়ার্ড দিন (তবে ভাল করে মনে রাখুন কারন এটাই আপনার ওয়েবসাইট মেইন্ট্যানেন্সে লাগবে । Install to তে আপনার ডোমেইন এর পাশে বক্স টি খালি রাখুন, তাহলে আপনার সাইটে এডমিন লগইন লিঙ্ক হবে http://www.yourdomain.tk/wp-admin
এবার নিচের পেজের মত আপনার সাইটের ডিটেইলস দেখাবে, এগুলো টুকে রাখুন ভবিষ্যতের জন্য ।
এবার এখানে গিয়ে আপনার ডোমেইন প্যানেলে লগইন করুন । Modify option টি সিলেক্ট করে প্যানেলে আরোঁ দুটি HOST NAME add করুন, এগুলো হল ns3.dhmart.info এবং ns4.dhmart.info । Save Changes দিয়ে বেরিয়ে আসুন, ব্যস !! কাজ শেষ , এবার আপনার ওয়েবসাইট তৈরি !!
http://www.YOURDOMIAN.tk তে যান এবং দেখুন আপনার সাইট তৈরি, এবার, আপনার wordpress dashboard ( http://www.YOURDOMAIN.tk/wp-admin এ লগইন করে Appearance এ গিয়ে theme অপশন সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত থিম আপলোড করে আপনার সাইট কাস্টমাইজ করে নিন !! তৈরি করে জানাবেন কিন্তু আর যে কোন সমস্যায় তো আমি আছিই !
ভাল থাকুন সব সময়
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১২ রাত ১০:৫৮