আমাদের জীবনটা বড় বেশি যান্ত্রিক হয়ে গেছে।আমরা ব্যস্ততার কারণে আমাদের ছোট ছোট আনন্দ গুলো থেকে নিজেদের ফিরিয়ে নিয়ে আসি।মাঝে ভাবি আরে আমিতো পাখির বাসা থেকে পাখি ধরিনি।আমিতো ঘুড়ি উড়াইনি।আমিতো কখনো পুকুরের পানিতে হাত দিয়ে মাছ ধরিনি।মনটা অনেক খারাপ হয়ে যায়।হয়তো এসব অতি সাধারণ,সহজেই পাওয়া যায় তবু কেনো আমি পাইনা।
আমার খুব ইচ্ছা আমি ট্রাকে করে শহর ঘুরে দেখব তাও হয়নি।গতরাতে আমার ১ বন্ধু আমাকে বললো তুই ঘরেই থাক খালি,আর রান্নাবান্না কর।সব মিস কর্ ।আমি কি আসলেই সব মিস করছি?তাই আমার ঐ বন্ধুর কথায় আমি যেন আবার আমার ইচ্ছা ঘুড়ি উড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছি।
আমার মতো অনেকেই আছে যারা আমার মতই ভুলে গিয়েছিলো এইসব ছোট ছোট খুশিগুলোর কথা।বড় বড় ইচ্ছা পূরণের জন্য আমরা কতো কিছুই না করে থাকি।কিন্তু কখনো ভেবেছি কি আমাদের এইসব ছোট ছোট ইচ্ছাগুলোর কথা?