ব্লগারদের শাস্তির দাবিতে আজ সারাদেশে ম্যাসাকার কান্ড সংগঠিত হলো। অনেকেই এ ঘটনাকে জামাত-শিবিরের বলে মনে করেন। আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। কারণ গত চার বছর সরকার, পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে সারাদেশে এমন ম্যাসাকার করার মত শক্তি জামাত-শিবিরের আছে বলে মনে করি না। আর যদি থেকেই থাকে, তবে সেটাও ভবিষ্যতে আরও বড় ধরনের ম্যাসাকারের পূর্বাভাস।
জামাত-শিবির আজ সম্পৃক্ত ছিল। তবে তার চেয়েও অন্য ইসলামী দল, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা আজকের ম্যাসাকারের জন্য দায়ী। মূলত কথিত র্ধমীয় মূল্যবোধে আঘাতকারী ব্লগারদের শাস্তির দাবি ছিল মূখ্য।
সারাদেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সতর্ক অবস্থানের পরও এ ম্যাসাকার ঠেকানো যায়নি। অনেক জেলায় গণজাগরন মঞ্চ ভাংচুর হয়েছে।
বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবা দরকার। নইলে ভবিষ্যতে আরও সমস্যা ও সঙ্কট দেখা দিবে।