অবশেষে আজকে বাংলাদেশ সরকারী আইনজীবীগণ হাই কোর্টের Vacation Bench এই বলে নিশ্চিত করেছে যে দৃক গ্যালারীর সামনে হতে সকল পুলিশ ফোর্সকে সরিয়ে ফেলা হয়েছে এবং তারা আরো বলেছে যে এখন থেকে RAB- এর আইন বহির্ভূত হত্যার ওপর পরিচালিত 'ক্রস ফায়ার' শীর্ষক প্রদর্শনীতে আর কোনো সরকারী বাধা থাকবে না।
এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নানামুখি বিজয়ের ইংগিত বহন করে। এই বিজয় বাংলাদেশের জনগনের অধিকারকে নিশ্চিত করে, শিল্পীবৃন্দ ও জনসংযোগ কর্মকান্ডে নিয়োজিত ব্যক্তিবর্গের ভাষা প্রকাশের অধিকারকে সংরক্ষণ করে, এবং জনগনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকারকে নিশ্চিত করে - এগুলো নিঃসন্দেহে একেকটি বড় বিজয়। এই বিজয়ের সাথে আরো একটি বড় লক্ষনীয় বিষয় হলো, দেশের আইন ব্যবস্থা সরকারের কোনো ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান নিশ্চিত করতে পারে। এ বিষয়টি আইনের শাসন প্রতিষ্ঠায় সদা নিয়োজিত একজন বাক্তির জন্যে এক নতুন আশার সঞ্চার করেছে।
উল্লেক্ষ্য যে সমগ্র জাতি এক হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই এই বিজয় সম্ভব হয়েছে। আর সকল অন্যায়ের বিরুদ্ধে জাতির এই প্রতিরোধ অবশ্যই চলতে থাকবে।
এখানে উল্লেক্ষ্য যে দৃক গ্যালারীর এই প্রদর্শনী থেকে সরকারী বাধা তুলে নিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।
বিচার বহির্ভূত হত্যা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশী কর্তৃপক্ষের প্রতি আহ্বান। Click This Link
১. ৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫১ ০