ব্লগে ফেসবুকে আজ উৎসবমুখর পরিবেশ।যেন যুদ্ধ জয়ের আনন্দে উজ্জাপন করছে শক্ত প্রতিপক্ষের বিদায়কে। বাংলা ব্লগোস্ফীয়ারে এতো লোক একসাথে শেষ বার কবে এমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মনে করা শক্ত। বুক ভরা কার্বন ডাই অক্সাইডের এমন নিঃসরনে সুযোগ করে দেয়ায় আপনাকে ধন্যবাদ।
এই রাতে আরামের ঘুম ঘুমাবে ধর্মগাধা,দলবাজ,ধার্মিক,নাস্তিক,সেক্যুলার ,ভালো মানুষ সহ নানাবিধ গোত্রপ্রথা। এই কোমল আর আরামের ঘুমের সুযোগ করে দেয়ায় আপনাকে ধন্যবাদ।
আজ রাতে নিশ্চিত ভাবেই স্মিত হাস্যে একে অন্যের পিঠ চাপড়ে দিবে মৌলবাদ আর প্রগতীবাদ।এই বিরল সঙ্গম দেখার সুযোগ করে দেয়ায় আপনাকে ধন্যবাদ।
যেখানেই থাকেন ভালো থাকবেন।