কম্পিউটার বিজ্ঞানের জন্য সেরা ১০০ বিশ্ববিদ্যালয় । অন্যান্য র্যাংকিং পাবেন এখান থেকে।
যারা উচ্চ শিক্ষার জন্য ভাল ইউনি খুজে ফিরছেন। তাদের এই লিস্ট ও র্যাংকিং কাজে লাগতে পারে। ও একটি কথা ওয়েবোম্যাট্রিক্স র্যাংকিং এর মত র্যাংকিং নয় কিন্তু http://www.arwu.org / র্যাংকিং। রীতিমত হিসেব কষে তারা এই র্যাংকিং করেছে। প্রথম দশটি হলোঃ
১ Stanford University
২ Massachusetts Institute of Technology (MIT)
৩ University of California, Berkeley
৪ Princeton University
৫ Carnegie Mellon University
৬ Cornell University
৭ University of Southern California
৮ The University of Texas at Austin
৯ Harvard University
১০ University of Toronto
হয়তো আজ থেকে অনেক বছর পর হলেও বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম আমরা এখানে পাবো। ঠিক যেমন তাইওয়ানের বিশ্ববিদ্যালয় প্রথম ৩০ টির মাঝে আছে। সে দিনের অপেক্ষায়।
শিক্ষা বিষয়ক অন্যান্য পোষ্টঃ
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Plagiarism (চুরি করা ছবি)
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা
ও একটি মামুর বাড়ীর আবদার-
এট্টু খরচ করে নাটক বানান না রে ভাই..
ছবির সূত্রঃ http://www.issnaf.org/