মুহূর্ত অতিক্রম করে যাওয়া মুহূর্তগুলো
আমি কিছুতেই অতিক্রম করতে পারি না।
মুহূর্তের বিলাসে থাকে না মাত্রাজ্ঞান- তাই
হাসিল করতে চাই আমি মুহূর্তের অভিজ্ঞান-
আমাকে বহুমাত্রিক করে তোল হে অনন্ত মুহূর্ত
আমাকে তৃষ্ণার্ত করে তোল হে অনন্ত মুহূর্ত।
অপ্রার্থিত প্রলোভন যত পড়ে থাক পথে
আমার মুহূর্তগুলো হয়ে যাও হে অনন্ত মুহূর্ত।