ভারত তো দেখা যাচ্ছে সন্ত্রাসী কাজকর্মের লীলা ভূমি হয়ে উঠছে।
একটা "গণতান্ত্রিক" দেশে এ যেন হত্যার মিছিল।
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে ফুঁসে উঠার দেশ ইন্ডিয়ায় একি হত্যার লীলা খেলা? এত বোমাবাজী আর শত শত হত্যার বিপরীতে ইন্ডিয়ান সমাজ কতজনকে বিচারে দাঁড় করিয়ে সাজা দিতে পেরেছে? ২০০১এর পর গেল ৭ বছরের কোন হত্যাকান্ডেরই সাজা দিতে পারেনি তারা। যেখানে বাংলাদেশ বহুল আলোচিত জে এম বি 'র বোমাবাজী আর হত্যাকান্ডের ২ বছরের মাথায় মৃত্যুদন্ডে দন্ডিত করতে পেরেছে অপরাধীদের। এবং সেটা করেছে প্রচলিত বিচারিক কাঠামোতেই। কোথায় তবে সিভিলাইজড ইন্ডিয়ার মানবাধিকারের অহংকার? নাকি নিরস্ত্র সাদামাটা মানুষদের অধিকার "মানবাধিকারের" মধ্যে পড়েনা।
ইন্ডিয়াতো পরমানু শক্তি অর্জন করেছে, মহাশূন্যে যাতায়ত করছে, জ্ঞান বিজ্ঞানের অনেক শাখাতেই প্রভূত উন্নতী করে বিশ্বকে তাক লাগিয়েছে অথচ ৭ বছরেও এধরনের মানবতা বিরোধী হত্যাকান্ডের একটা বিচারের নজির স্থাপন করতে পারলো না। এতই ঠুনকো ও অকার্যকর ওদের জ্ঞান বিজ্ঞান, আইন ও বিচার ব্যাবস্থা!!
লজ্জার কথা।
নোট:
২০০৫ এর ২৯ অক্টোবর দিওয়ালির উৎসবে দিল্লির বোমা হামলায় ৬২ জন নাগরিককে হত্যা করে ও ২১০ জনকে আহত করে।
২০০৬ এর ৭ মার্চ ভারানাসিতে হিন্দু ধর্মীয় মন্দিরে উপাসনারত অবস্থায় বোমা হামলায় হত্যা করে ২৮ জনকে ও আহত করে ১০১ জনকে।
২০০৬ এর ১১ জুলাই দিল্লিতে ট্রেনের যাত্রীদের বোমা মেরে হত্যা করে ২০৯ জন ও আহত করে ৭০০ 'রও বেশী নাগরিককে।
২০০৬ এর ৮ সেপ্টেম্বর মালগাঁওয়ে শবে বরাতের দিনে মসজিদ ফেরতদের উপর বোমা হামলায় ৩৭ জনকে হত্যা ও ১০০ র বেশী জনকে আহত করে।
২০০৬ এর ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সিরিজ বোমা হামলায় হত্যা করে ৩০ জন, আহত করে ১০০ জনেরও বেশী নাগরিককে।
এছাড়াও শুধু ২০০৭ - ২০০৮ এ ১২ টিরও বেশী বোমা হামলায় ৫০০ রও বেশী নাগরিককে হত্যা করা হয়েছে ইন্ডিয়ায়।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭