গতকাল আমি ফোকাস বাংলার একটা খবর মিসইন্টারপ্রিট করে ব্লগে বলেছিলাম, ১০ তারিখ তেল গ্যাস জাতীয় কমিটির হরতাল হচ্ছে। আসলে ১০ তারিখ সকাল ১১টায় হবে ঢাকার পল্টনের মুক্তাঙ্গন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা। যদি সরকার ১০ তারিখের মধ্যে সমুদ্রের ব্লক বিদেশি কোম্পানির কাছে ইজারা প্রত্যাহারের দাবি মেনে না নেয়, তবে সেদিন হরতাল সহ আরো আক্রমণাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন শক্তি হিসেবে দাবি করলেও ২০০৯ সালে তারা সাম্রাজ্যবাদের দালাল হিসেবে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করেছে। এই হিসেবে তাদের সহজেই নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত করা যায়। অতএব মার্কিন-ভারত সাম্রাজ্যবাদ-বিরোধী দেশপ্রেমিকরা এক নতুন মুক্তিযুদ্ধে প্রবেশ করেছে, তা বলা যেতে পারে। আসুন, ১০ তারিখ সকাল ১১টায় মুক্তাঙ্গনে সবাই জমায়েত হই, জাতীয় সার্বভৌমত্ব অর্জনের নতুন সংগ্রামে শরিক হই।