এই ব্লগটিই এখানে আমার প্রথম ব্লগ। জানিনা কতদিন এটা ধরে রাখতে পারব। কখনও ব্লগ লিখার খুব বেশি আগ্রহ ছিলনা, ঈদানীং কিছু কথা সবাইকে জানাতে মন করে। তাই _ _ _
আমি বলতে চাই সবাইকে আমার বিবেকের কিছু কথা। জানতে চাই অন্যের বিবেকের কথা। আমার বিবেকের স্বাধীনতা আমার বেচে থাকার প্রেরণা।
বিবেকের তাড়না আর দংশন, এক অবাধ্য মানসিক আন্দোলন। আমি হেরে যাই, মাঝে মাঝে আমি ভয় পাই, পালাতেও চাই।
জানিনা আমার বিবেকের বিদ্রোহ দেখে কারও উপকার হবে কি না জানিনা। কিন্তু, যদি হয় তাহলে ধরে নিব আমি সহমর্মিতা পেতে যাচ্ছি।
আজ আপাতত এটুকুই।