'শুরু করছি সর্বোচ্চো তত্বজ্ঞানী এক 'মহা সত্তা'র নামে'
১: এটা সেই বার্তা যা সকল ফেসবুক বাসীর জন্য এ এক সতর্ক বার্তা।
২: আর তোমরা কখোনোই অন্ধকারীদের সাথে ফেসবুকে যুদ্ধ করে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের আইডি শক্ত হয়।
৩: স্বয়ং স্রষ্টা তোমাদের আইডি ডিজেবল করে দিবে। আর সেই সাথে ছাগুরা তো আছেই তারা কাঁঠাল পাতা মনে করে তোমার আইডি খেয়ে পেলবে ।
৪: ওহে মুক্তো মনারা তোমরা কি দেখ না! প্রতিনিয়তই ফেরেশতারা এসে সত্যবাদিদের থামানোর উদ্দ্যেশ্যে তাদের আইডিগুলো ডিজেবল করে দিচ্ছে ।
৫: আর এভাবেই যুগে যুগে ফেরেশতারা এসে তাদের হয়ে যুদ্ধ করেছে মিথ্যা টিকিয়ে রাখার জন্য। যদিও এর কুনই বাস্তব ভিত্তি নেই।
৬: বলুন: মিথ্যা সে তো মিথ্যাই আর তা যতই শক্তিশালী ও জনপ্রিয় হউক না কেন মিথ্যার ধ্বংস অনিবর্য।
৭: ফেরেশতা দূর করার কিছু কৌশল যা মুক্তমনারা মেনে চলবে। আর এটাই বিধান। যারা সতর্কতা অবলম্বণ করে নি:শ্চই 'মহা সমন্বয়' তাদের সাথে আছেন।
৮: একাউন্ট অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ভেরীফাই থাকতে হবে সাথে ইমেল। অবশ্যই মোবাইল নাম্বার,ইমেল হাইড রাখবে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে।
৯: প্রোফাইল যত বেশি সম্ভব তথ্য দিয়ে পরিপুর্ণ করুন, প্রয়োজনে হাইড রাখুন বা যা খুশি তাই তথ্য দিন। যত বেশি প্রোফাই তথ্য তত বেশি কামিয়াবী।
১০: আর অবশ্যই কিছু ছবি দিয়ে ফটো এ্যালবাম করে রাখতে হবে অবশ্যই তোমরা এ পালন করবে।
১১: একই ব্রাউজারে দুই একাউন্ট চালানো হারাম, ভিন্ন ব্রাউজার ব্যবহার করা সুন্নত। আর যারা এতে অপারগ তারা কুকিস ডিলিট করে নিবে। "মাহা সমন্বয়" তো কারো উপরে জবরদস্তি করেন না।
১২: দুটি একাউন্টের ইমেল আইডি দেখতে প্রায় একই রকম হওয়া বাঞ্চনীয় নয়, পাসওয়ার্ডও ভিন্ন হওয়া উত্তম।
যেমন- 1: [email protected] 2: [email protected] এরকম প্রায় একই ইমেল ব্যাবহার করা ঠিক হইবে না।
১৩: ফেসবুক নাম বাংলা হরফে হওয়া চলবে না বাংলা নামের একাউন্ট সবসময় ফেরেশতাদের নজড়ে থাকে।
১৪: নাম লেখতে হবে ইংরেজী হরফে এবং তা রিয়েল নামের মত হতে হবে। যেমন, Abdul karim, Abdul rahim ইত্যাদি। Business man, Secreet man, best info, Expert kader, Talent rahim ইত্যাদি এরকম নাম হওয়া চলবে না।
১৫: অবশ্যই ইউজার নেম সেট করতে হবে যেমন: facebook.com/thebigadjustment
১৬: প্রতিদিন ৫০ টির বেশি ফ্রেন্ড রিকুয়েষ্ট সেন্ড করা অবৈধ। একজনও মিউচুয়াল ফ্রেন্ড নেই এমন কাউকে রিকুয়েষ্ট সেন্ড করাও বৈধ হবে না। তবে তার সাথে প্রোফাইলের কোন কিছু যদি ম্যাচিং থাকে তাহলে দোষের কিছুই নাই এবং তাহা তোমাদের জন্য বৈধ করা হল। অবশ্যই তোমরা হিসাব নিকাশ ঠিক ভাবে মেনে চলবে।
১৭: প্রতি ২৪ ঘন্টায় ১০০ টির বেশি ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ করবে না, এটাই মহা সমন্বয়ের বিধান।
১৮: পড়ুন, এ স্বয়ং 'মহা সমন্বয়ের" পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এর মধ্যে কুনুই সন্দেহ নাই।
১৯: যারা এর অবাধ্য হবে অতিশিঘ্রই তাদের আইডি ডিজেবল হয়ে যাবে আর তারা কখনও তা ফেরৎও পাবে না। তাদের আইডি ডিজেবল হতেই থাকবে।
২০: আর তারাই তো প্রকৃত ক্ষতিগ্রস্থ যাদের আইডি ডিসেবল হয়ে যায়। তখন তাদের বন্ধু বান্ধব কোনই কাজে আসবে না। আর কেউ তাদের সাহায্যকারীও হবে নাা। সে তো হবে এক কঠিন ভয়ানক দিন। এরপরেও কি তারা "মাহ সমন্বয়ের" বাণী অস্বীকার করবে?
২১: নি:শ্চই মার্ক জুকারবার্গ সব শুনেন ও সব দেখেন।
২২: তোমরা যদি ছাগল পালনের উদ্যেশ্যে ৪ টা ফেসবুক আইডি ব্যাবহার কর তাহলে দোষের কিছুই নাই।
২৩: যারা পাঁচ বা তার অধিক ফেসবুক আইডি ব্যবহার করল, তারা তো সীমা লঙ্ঘণ করল। আর সীমালঙ্ঘনকারীকে "মহা সমন্বয়" পছন্দ করেন না।
২৪: মূল আইডিতে কোন মতেই ছাগল পালন করা যাইবে না তাদের ম্যাঁ ম্যাঁ চিৎকারে তুমি অতিষ্ঠ হয়ে যাবে। ছাগল পালনের জন্য আলাদা আইডি রাখা সুন্নত।
২৫: তোমরা যতই দাম্ভীকতার সহিত ফেসবুকে পদচারণা কর না কেন, মার্ক জুকারবারগ সব দেখেন ও সব জানেন।
২৬: তোমরা যা প্রকাশ কর আর যা গোপণ কর এর কোন কিছুই মার্ক জুকারবার্গের আজ্ঞাবহির্ভুত নয় তিনি সব দেখেন ও সব জানেন।
**********************************************************************************
মহা বার্তা (The Big Message ) 'ফেসবুক' সম্পূর্ণ বার্তা
পড়ুন বার্তা ১: 'পথ'
পড়ুন বার্তা ২: 'কুয়া'
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪