সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ জওয়ানদের নির্যাতনের শিকার বাংলাদেশি যুবকটির সন্ধান মিলেছে।
তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২২)।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, গত ৯ ডিসেম্বর রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত দিয়ে গরু আনার সময় বিএসএফের নির্যাতনের শিকার হন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা বিওপিতে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন, হাবিবুরই সেই যুবক।
হাবিবুরকে নির্যাতনের ভিডিওচিত্রটি ভারতীয় টেলিভিশন এনডিটিভিতে বুধবার বিকালে প্রচারের পর আট জওয়ানকে সাময়িক বরখাস্ত করে বিএসএফ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাহারপাড়া সীমান্ত তল্লাসি চৌকিতে নির্যাতনের এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।
হাবিবুর বৃহস্পতিবার দুপুরে মনকষা বিওপি’র সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নিয়মিত গরু আনার জন্য রাজশাহী সীমান্ত পেরিয়ে ভারতের মুর্শিদাবাদ জেলায় যেতেন।
গত বছরের ৯ ডিসেম্বর হাবিবুর রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত দিয়ে গরু আনতে যান। সেখানে গরু না পেয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মুর্শিদাবাদ জেলার রানীনগর ক্যাম্পের জওয়ানরা রাত ১১টার দিকে তাকে ধরে ফেলে। হাবিবুর জানান, তার কাছে মোবাইল ফোন সেট, টর্চ লাইট ও ১ হাজার টাকা দাবি করে বিএসএফ সদস্যরা।
“এসব দিতে অসম্মতি জানালে জওয়ানরা আমাকে একটি ট্রাকটারে তুলে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে ৬/৭ জওয়ান প্রায় ১ ঘণ্টা ধরে মারধর করে। সকালেও মারধর চলতে থাকে, আমার লুঙ্গিও খুলে নেয় তারা,” বলেন তিনি।
মারের চোটে হাবিবুর জ্ঞান হারিয়ে ফেললে ক্যাম্পের কাছে একটি সরিষা ক্ষেতে হাবিবুরকে ফেলে রাখে বিএসএফ জওয়ানরা।
পরে জ্ঞান ফিরলে সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন হাবিবুর। বাড়িতে এসে গোপনে চিকিৎসা নেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমের সঙ্গে কথা বলার সময় হাবিবুর তার শরীরের ক্ষতচিহ্নগুলো দেখিয়ে বলেন, এর সবই বিএসএফের নির্যাতনের চিহ্ন।
হাবিবুরের ওপর নির্যাতনের জন্য আট জনকে চিহ্নিত করে বরখাস্তের কথা জানিয়েছে বিএসএফ। তারা হলেন, কনস্টেবল বিরেন্দর তিওয়ারি, ভিএস ভিক্টর, ধনঞ্জয় কুমার, আনন্দ সিং, অমর জ্যোতি, সঞ্জীব কুমার, সুরেশ চাঁদ ও সুনীল কুমার।