মাওলানা ভাসানী কর্মী পরিষদে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান
মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন এদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের পথনির্দেশক। তিনি আজীবন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।মাওলানা ভাসানীর আদর্শ,রাজনৈতিক চিন্তা, স্বদেশপ্রেম , বাংলাদেশ রাষ্ট্র গঠনে সংগ্রাম আন্দোলনে মাওলানা ভাসানীর নেতৃত্ব এবং তাঁর রাজনৈতিক চিন্তাকে পরিধান করে বাংলাদেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিশাল কর্মী বাহিনী রয়েছে । মাওলানা ভাসানীর কর্মী বাহিনী এখনও বাংলাদেশের জনগনের অধিকার আদায়ে সচেষ্ট আছেন। মাওলানা ভাসানীর কর্মীদের রাজনৈতিক চিন্তা ও চর্চার অনুশীলন ও ভাসানীর আদর্শ বাস্তবায়নে নানা কর্মসূচীর মাধ্যমে ভাসানী কর্মী পরিষদ কাজ করে যাচ্ছে। ভাসানীর কর্মীদের ও ভাসানির আদর্শের প্রতি অনুগতদের সম্পৃক্ত করে এই সংগঠনটি সারা বাংলাদেশে কার্যক্রম প্রসারিত করার উদ্যোগ গ্রহন করেছে। ভাসানীর আদর্শের কর্মী ও অনুসারিদের এই কর্মসূচীর সাথে সম্পৃক্ত হবার আগ্রহীরা ভাসানী কর্মী পরিষদের আহবায়ক ভাসানীর একান্ত সহচর ,ছড়াকার ,সাংবাদিক আবু সালেহ বরাবর নিম্নের ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
“পীর তোয়াজউদ্দিন গার্ডেন” ডি/৬, ২৭, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা -১২১৭ ফোনঃ ০১৬৮১২৯২৮০৯, ০১৭৬১৩৬৭৯১৭।
১. ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫২ ০