১।
ঐ রেজাকার স্বেচ্ছাসেবক এই রাজাকার খুনি
খুনির বিচার করতে কেনো এতো শোনা শুনি
শুনতে যাবে কাকে
ঝাঁপটে ধরো তাকে
বিচার নিয়ে অযথা ক্যান্ তত্ব বোনা বুনি ?
২।
রাজাকার গন শক্তিশালি হয়েছে
নিরাপদে জামাই সেজে রয়েছে
উড়িয়ে নিশান চলেছে
মিথ্যে কথা বলেছে
তাদের কথা জাতি কেনো সয়েছে?
৩।
রাজাকারের সাথে যাদের মিল হয়
তারা শকূন হিংস্র নখর চিল হয়
দেশ খামচে খায়
পতাকাটাও পায়
তাদের সাথে মিতালিতে কেন দরাজ দিল হয়?